শুক্রবার ● ২০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » হামলায় দোকানঘর ভাংচুর
হামলায় দোকানঘর ভাংচুর
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৭মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩২মি.) বিশ্বনাথের পল্লীতে প্রতিপক্ষের হামলায় পাকা দোকানঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদ্বিশপুর গ্রামে এঘটনা ঘটে।
এঘটনায় বৃহস্পতিবার রাতে জগদ্বিশপুর গ্রামের আশক আলীর ছেলে মেহেদী হাসান আফরোজ বাদি হয়ে ৫জনের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৮৯৩।
অভিযুক্তরা হলেন-জগদ্বিশপুর গ্রামের মৃত রইছ উদ্দিনের স্ত্রী ইন্দ্রবান বিবি, একই গ্রামের মখলিছ আলী ছেলে জুবেল মিয়া, লেবু মিয়া, জান্নাত, মখলিছ আলীর স্ত্রী খয়রুন নেছা।
সাধারণ ডায়েরী সূত্রে জানাগেছে, অভিযুক্তদের সঙ্গে বাদির জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে অভিযুক্তরা বৃহস্পতিবার সকালে বাদির পাকা দোকান ঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় বাদি বাধা দিলে আসলে অভিযুক্তরা তাকে মারপিট করার জন্য আসে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। অভিযুক্তরা যেকোনো ধরণের ক্ষতি করবে বলে হুমকি প্রদান করে। অভিযুক্তরা দোকানঘর দখল করতে প্রস্তুতি নিচ্ছে বলে জিডি এন্টিতে বাদি উল্লেখ করেন।
এব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করা হলে তাদের পাওয়া যায়নি।
সাধারণ ডায়েরী দায়েরের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম।