বুধবার ● ৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » নারায়ণগঞ্জে বিপুল পরিমান ভেজাল মবিল জব্দ করেছে র্যাব ১১
নারায়ণগঞ্জে বিপুল পরিমান ভেজাল মবিল জব্দ করেছে র্যাব ১১
নারায়ণগঞ্জ প্রতিনিধি :: ৩ নভেম্বর দিবাগত রাত ১.৩০ হতে ৩.০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ আলমগীর হোসেন এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন কলাগাছিয়া এলাকায় জনৈক রফিকুল ইসলাম এর মালিকানাধীন চাচা-ভাতিজা এন্টারপ্রাইজ নামক এবং ছোট মোলারচর এলাকায় জনৈক সিদ্দিকুর রহমান এর মালিকানাধীন নামবিহীন ভেজাল মবিল তৈরীর কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ভেজাল মবিল প্রস্তুত ও বিক্রির সাথে জড়িত ১৷ মোঃ রানা (২৪), পিতা-মোঃ মাসুম মিয়া, সাং-কলাগাছিয়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, ২৷ সোহেল (২০), পিতা-মোঃ আব্দুল খালেক, সাং-বাহেরচর, থানা-বাঞ্চারামপুর, জেলা-ব্রাহ্মনবাড়ী, ৩৷ আব্দুল জলিল (৫৫), পিতা-মৃত কফিল উদ্দিন, সাং-কলাগাছিয়া মোল্লারচর, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, ৪৷ রেজাউল (১৭), পিতা-মুছু, সাং-চরদিঘমদী, থানা ও জেলা-নরসিংদীদেরকে নকল লুব্রিকেন্ট মবিল প্রস্তুতের সময় হাতে নাতে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ৪২০০ লিটার ভেজাল মবিল, ৫৩টি খালি ড্রাম, ৬০০ লিটার ডিজেল, ২৩০ কেজি নষ্ট রাবার (মবিল তৈরীর কাজে ব্যবহৃত), ২২০ গ্রাম রেড এন্ড অরেঞ্জ পাউডার, ১৬টি হাফ ড্রাম, ০১টি নছিমন (ভটভটি), ০১টি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-১৫-৫৬২৪), মবিল তৈরীর কাজে ব্যবহৃত পাম্প, ছাকনী, গেলেন-২৫টি উদ্ধার করা হয়৷ পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোহাম্মদ কামাল হোসেন এর নির্দেশে নকল মবিল প্রস্তুত করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী ১নং আসামী মোঃ রানা (২৪) ও ২নং আসামী সোহেল (২০) উভয়ের প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০,০০০/- টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৩নং আসামী আব্দুল জলিল (৫৫)কে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৪নং আসামী রেজাউল (১৭)কে ২০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হলে শুধুমাত্র ৪নং আসামী জরিমানা পরিশোধ করে মুক্ত হয়৷ কারাখানা দুটি সীলগালা করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী কার্যক্রমের জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর হেফাজতে রয়েছে৷ আপলোড ৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ১.০৫মিঃ