শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ঢাকা » আমার বঙ্গবন্ধু আমার ৭১ বইয়ের মোড়ক উন্মোচন
আমার বঙ্গবন্ধু আমার ৭১ বইয়ের মোড়ক উন্মোচন
ঢাকা প্রতিনিধি :: (৮মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৭মি.) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ২১ জানুয়ারি শনিবার সকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে ‘আমার বঙ্গবন্ধু আমার ৭১’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ঢাকা মহানগর উত্তর কর্তৃক প্রকাশিত ও কন্ঠশিল্পী-সুরকার কুটি মনসুর রচিত এই বইয়ের মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি কাজী রোজী এম.পি।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও জননন্দিত চিত্রনায়ক ফারুক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুস সালাম খান ও সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. তোফাজ্জল হোসেন।
এই বইয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক ৭১টি কবিতা সন্নিবেশীত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বইটি পড়ে তরুণ সমাজসহ পাঠকরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। অনুষ্ঠানে এই বইয়ের ব্যাপক প্রচার-প্রসার ও পাঠক প্রিয়তা কামনা করা হয়।