রবিবার ● ২২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে আজকের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার
খাগড়াছড়িতে আজকের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৯মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ২.৫৯মি.) খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিনের ওপর আওয়ামী ক্যাডারদের হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে পূর্ব ঘোষিত আজ ২২ জানুয়ারি রবিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
২১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধাদের পক্ষে হরতাল ঘোষনাকারী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহেদুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, প্রশাসনের আশ্বাসে ও জেলা মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ-আলোচনা করে রোববার হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
এদিকে, শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধারা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কে বা কারা হরতাল ডেকেছে তা আমাদের বোধগম্য নহে। তবে মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে কেহ বা কোন পক্ষ হরতাল কর্মসূচি দিলে তা পূর্ণ সমর্থন করা হবে বলে জানিয়েছে সংবাদ সম্মেলনে অংশ নেয়া মুক্তিযোদ্ধারা। সংবাদ সম্মেলন হতে জেলা কমান্ডারকে আওয়ামীলীগের (স্থানীয় সংসদ সদস্য গ্রুপ) বিক্ষোভ মিছিল হতে হামলা চালিয়ে গুরতর আহত করা হয় বলে অভিযোগ করা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুরোধে এ হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত: ২০ জানুয়ারি শুক্রবার বিকালে বিক্ষোভ পরবর্তী শাপলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশে রবিবার হরতাল কর্মসূচির ঘোষনা দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের পক্ষে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জাহেদুল আলম।