রবিবার ● ২২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে মাছ ব্যবসায়ীকে খুন
ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে মাছ ব্যবসায়ীকে খুন
ঈশ্বরদী প্রতিনিধি :: (৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.৪৪মি.) ২১ জানুয়ারি শনিবার রাতে ঈশ্বরদী পাবনা রোডের ডুলটি বাজারের নিকট সন্ত্রাসীরা পুলিশ পরিচয়ে মাছ ব্যবসায়ী হাফিজকে(৩০)ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা । হাফিজ বাজার থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় গতিরোধ করে এ ঘটনা ঘটানো হয়। হত্যার প্রকৃত রহস্য উদঘাটন না হলেও কেউ কেউ বলছেন অস্ত্রধারী ছিনতাইকারীরা ছিনতাই করার উদ্দেশ্যেই হত্যাকান্ড করেছে। আবার পুলিশ বলছে, পারিবারিক দ্বন্দের জের ধরে হত্যাকান্ড হয়েছে।
জানাগেছে, ঢুলটি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মাছ ব্যবসায়ী হাফিজ দাশুড়িয়া বাজার থেকে মাছ বিক্রি শেষে ভ্যানচালক আব্বাস আলীকে নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় ডুলটি বাজারের নিকট পৌঁছামাত্র হোন্ডা নিয়ে তিন সন্ত্রাসী তাদের গতিরোধ করে বলে আমরা পুলিশের লোক। তোমরা ইয়াবা ব্যবসা করো বলেই হাফিজকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পর দ্রুত তাকে ঈশ্বরদী হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার সিএইচটি মিডিয়াকে বলেন ভ্যান চালক আব্বাস আলী, নিহতের মামা ইউসুব আলী এবং বাবা, চাচার এলোমেলো বক্তব্যে ধারনা করা হচ্ছে পারিবারিক দ্বন্দের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। তাছাড়া নিহতকে ছুরিকাঘাত করা হলেও তার শরীরে কোন রক্তের আলামত পাওয়া যায়নি। তদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে।