রবিবার ● ২২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিশ্বনাথে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৯মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২২মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘আলহাজ্ব আবদুর মুতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়’র শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি রবিবার সকালে নিজের ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলা করার প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া খেলাধুলা মানুষকে অপরাধ প্রবনতা থেকেও দূরে রাখে। ভ্রাতৃত্ববোধ সৃষ্ঠিতে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরোও বলেন, দেশ ও জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সততা ও দক্ষতার সাথে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, প্রযুক্তি, যোগাযোগ’সহ সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আলম চৌধুরী অপু’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সন্টু কান্ত দে’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি তজম্মুল আলী, যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান চৌধুরী লিটন, চিকিৎসক মাছুম আহমদ।
ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ৫টি ফুটবল, ৪টি ক্রিকেট ব্যাট, ৬টি টেনিস বল, ৪ জোড়া ব্যাডমিন্টন, ৫ জোড়া দড়িলাফের রশ্মি ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী শামছুল ইসলাম সমুজ, লাল মিয়া, আবু ছালিক, ধলাই মিয়া, বিদ্যালয়ের শিক্ষিকা রত্না মনি তালুকদার, নাজিয়া বেগম, নিলুফা বেগম প্রমুখ’সহ শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভাশেষে সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী শুক্রবার দিবাগত রাতে ডাকাতি সংগঠিত হওয়া উপজেলার দশঘর ইউনিয়নের নাচুনী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়ার বাড়ি পরিদর্শন করে আসেন।