রবিবার ● ২২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » বেতাগায় মহিলা আওয়ামীলীগের ত্রিবার্ষিকী সম্মেলন
বেতাগায় মহিলা আওয়ামীলীগের ত্রিবার্ষিকী সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি :: (৯মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৪মি.) বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় তৃন মূলের ঝিমিয়ে পড়া মহিলা নেতা কর্মিদের চাঙ্গা করতে মহিলা আওয়ামীলীগের ত্রিবার্ষিকী ওর্য়াড সম্মেলন ২২ জানুয়ারি রবিবার বিকালে মাসকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মোসা. মেহেরুন্নেছা বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বপন দাশ।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য শিক্ষাবিদ শিশির কুমার দাশ ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মল্লিকা রানী দাশ।
প্রধান অতিথির বক্তৃতায় স্বপন দাশ বলেন নারীদের বাদ দিয়ে যেমন সংসাদের উন্নতি করা সম্বাব নয়, তেমনী দেশ জাতি তথা রাষ্ট্রের উন্নতি করাও সম্ভাব নয়। তাই দেশ জাতির উন্নয়নে নারীদের সহযোগীতা আমাদের একান্ত কাম্য। তিনি আরো বলেন আপনার সন্তানকে ধর্ম ও নৈতিকতার শিক্ষা দিন। তাকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও রাষ্ট্রের উন্নয়নে নিযোজিত করুন। শিক্ষিত সন্তান আপনার যেমন সম্পদ তেমনী এটি রাষ্ট্রের সম্পদ।
ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. নাজমুল হুদার উপাস্থপনায় এসময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বটু গোপাল দাশ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল চন্দ্র দাশ, সাধারন সম্পাদক মো. ইউনুস আলী শেখ, সাংগঠনিক সম্পাদক তরুন কান্তি দাশ, আশরাফ আলী, আব্দুর সবুর, আলমগীর হোসেন বিশ্বাস, জামাল উদ্দিন ফকির, বাশারাত মোল্লা, আজমিরা বেগম ও হেনা বেগম।
পরে সালেহা বেগমকে সভাপতি ও মোসা. জাহানারা বেগমকে সাধারন সম্পাদক করে ২নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য দীর্ঘ কয়েক বছর পর এই প্রথম মহিলা আওয়ামীলীগের সম্মেলনে বিপুল সংখ্যাক নারীদের উপস্থিতি অতিথিবৃন্দকে মুগ্ধ করে।