রবিবার ● ২২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » সিটিজেন’স ভয়েস বরগুনা
সিটিজেন’স ভয়েস বরগুনা
মুতাসিম বিল্লাহ, বরগুনা :: (৯মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২৩মি.) বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক সারা দেশেব্যপি যখন চলছে ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যকর করার চুড়ান্ত আয়োজন ঠিক এই মূহুর্তে বরগুনার জেলা প্রশাসনও বসে নেই । তারাও প্রধানমন্ত্রির রুপ রেখা বাস্তবায়ন করার প্রকল্পে বিভিন্ন উদ্দ্যেগ চালিয়ে যাচ্ছেন । বরগুনা জেলা প্রশাসন পেয়েছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার সহায়ক সর্বসাধারনের সাড়াও যারই বাস্তব চিত্র ফুটে উঠে বরগুনা জেলা প্রসাশন কতৃক পরিচালিত বর্তমান উন্নাত দেশ গুলোর সর্বোত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook এর কথা।
২০০০ সাল থেকে শুরু হওয়া এই সামাজিক মাধ্যমটির মাধ্যমেই(Citizen’s Voice -Barguna) নামে একটি গ্রুপের মাধ্যমে বরগুনা জেলা প্রসাশন জনগনের দারগড়ায় সেবা পৌছে দিচ্ছেন হাতের মুঠোয় শুধু সেবাই না ২০১৬ সালের নভেম্বার থেকে যাত্রা শুরু করা প্রশাসনের কর্তৃক পরিচালিত জনগনের কথা প্রকাশের (Citizen’s Voice -Barguna) নামের এই গ্রুপটি এক এক করে হাটি-হাটি পা-পা করে এগিয়ে চলছে যার ফলে বাংলাদেশ সরকারের ভিশন ২০২১ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায় বরগুনা জেলাটি রুপান্তারিত হতে চলছে ডিজিটালের ছোয়ায়।
যার বাস্তব চিত্র দিনে দিনে জনপ্রিয় হয়ে ওঠা সামাজিক যোগাযোগ নির্ভর দুর্নীতি বিরোধী প্লাটফর্ম বরগুনা জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এই গ্রুপটির মাধ্যমে বর্তমানে বরগুনা জেলার প্রশাসন এবং সর্বসাধারনের যে মিলবন্ধন গড়ে উঠেছে তাহা বৈচিত্রের বলার বাহিরে ডিজিটাল বাংলাদেশের রুপরেখায় পরিণত হয়েছে।
আবার কিছু মানুষের কাছে এটা গুরুত্বহীনও বটে। কেননা তারা দুর্নীতি করে জনগনকে ঠকিয়ে রেহাই পাচ্ছে না।
যে কোন ভাবে সিটিজেন জার্নালিষ্ট তা তুলে ধরছেন জনতার আদালতে । আর প্রশাসনও কখনো স্ব উদ্দ্যোগে আবার কখনো বাধ্য হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
তবে এটি যে প্রশাসন আর সর্ব-সাধারনের মিলন বদ্ধতা করছে সেটা বলতেই হবে যার বাস্তব চিত্রে ফুটে উঠেছে সাম্প্রতি এই প্লাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপটি বেশ কিছু কাজে সফলতা লাভ করেছে । এছড়া সাধারন নাগরিকরাই তুলে আনছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে নাগরিক সমস্যা- মিলছে সমাধান”
জনগন তার জীবন চিত্ররের মাহামারি, ঘুষ-বানিজ্য সহ প্রায় সকল কথা এই গ্রুপটিতে তুলে ধরেই পাচ্ছেন প্রসাশন কতৃক সততা যাচাই-বাছাই করে তার সফলতা।
যার বেশ কিছু প্রমান চিত্র ফুটিয়ে তোলা হলো কিছুদিন আগে সুবান্দিখালের কচিরপানা পরিষ্কারে আতিরিক্ত জেলা প্রশাসক সাহেবের পরিদর্শন করেন বরগুনায় খাল রক্ষায় আন্দোলন, উন্নত লঞ্চ সার্ভিস আন্দোলন, এ্যাম্বুলেন্স সিন্ডিকেট, বাল্যবিবাহ বন্ধ, ভিক্ষুক নিধোন, শহর পরিষ্কার ও বিভিন্ন মেলাসহ অনেক
সফলতা রয়েছে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই গ্রুপটি যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায় সত্যিই বৈচিত্রের তার প্রমাণ কয়েকদিন আগে বগুনার এক কাউন্সিলর বরগুনার পৌর মেয়রের দুর্নীতি তুলে ধরে গুরুপটিতে পোষ্ট দিলে ব্যাপক আলোচনায় আসে এই গ্রুপটি।
মেয়র সাহেবকে এর প্রতিবাদ দিতেও দেখা গেছে। অর্থাৎ এই গ্রুপটি প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে যেমন সমস্যা উঠে আসছে তেমনি সমাধানের পথও তৈরি হচ্ছে।
সুশাসন নিশ্চিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্লাটফর্মটি বরগুনার সর্বসাধারনের সম্যসা তুলে ধরতে এবং প্রসাশন সততা-যাছাই বাছাই পূর্বক তার সমাধানে প্রসাশন ও জনগনের সহায়ক সামাজিক এই প্লাটফর্মটি ইতিমধ্যই অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।