সোমবার ● ২৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে চোরা জাফরের ৬ মাসের কারাদন্ড
আলীকদমে চোরা জাফরের ৬ মাসের কারাদন্ড
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১০মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.৪০মি.) বান্দরবানের আলীকদমে ভ্রাম্যমান আদালতে একজনকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মো. নাইরুজ্জামান। ২৩ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট কর্তৃক সাজাপ্রাপ্ত এই আসামী উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের মৃত আব্বাস আহামদ এর ছেলে জাফর আলম (৪০) (প্রকাশ চোরা জাফর)। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৯৯০ এর ১৯(১) ও ৯ (ক) দ্বারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এর আগে রবিবার রাত পোনে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাবুপাড়া এলাকা থেকে ৩ পিচ ইয়াবাসহ তাকে আটক করে আলীকদম থানার এস আই রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি পুলিশ দল। সাজাপ্রাপ্ত আসামীকে বান্দরবান জেলা হাজতে পাঠানো হয়।
এসময় চোরা জাফরের সাজা হওয়াতে স্বাস্তি প্রকাশ করেছেন অনেকেই। নয়াপাড়া এলাকায় বসবাসকারী আলীকদম উপজেলা প্রশাসনের এক কর্মচারী আক্ষেপ করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা এলাকাবাসী জাফর আলমের অত্যাচারে অতিষ্ঠ। সে মদ, গাঁজা ও ইয়াবা সেবন করে এলাকায় চুরি ডাকাতি করে। এতে জন নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ইতিপূর্বে তাহার বিরুদ্ধে সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের অভিযোগ দিলেও তাহার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
উল্যেখ্য গত এক মাসেরও বেশি সময় যাবত প্রায় প্রতি রাতই কোন না কোন বাড়িতে চুরি হয়েছে। তবে সংশ্লিষ্টরা এবিষয়ে কোন পদক্ষেপ স্থানীয় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নেয়নি।