সোমবার ● ২৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে হেলে পড়া ৩ তলা ভবনে ভাঙ্গার কাজ শুরু
বিশ্বনাথে হেলে পড়া ৩ তলা ভবনে ভাঙ্গার কাজ শুরু
মো. আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১০ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজাস্থ হেলে পড়া একটি তিন তলা ভবনে ধস শুরু হওয়ার কারণে ভেঙ্গে ফেলা হচ্ছে। উপজেলা প্রশাসনের নির্দেশে ২২ জানুয়ারি রবিবার রাত ১২ টা থেকে ভবনটির সামনের অংশ (সানসেট) ভাঙ্গা শুরু হয়েছে।
দূর্ঘটনা এড়াতে রবিবার বিকেল থেকে ঐ সড়ক দিয়ে জনসাধারণসহ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। ঝুকিপূর্ণ ভবনটির চারি দিকে কর্ডন দিয়ে চিহিৃত করা হয়েছে। প্রথমে ভবনের ধসে পড়া অংশ ভেঙ্গে ফেলা হবে। এরপরও ভবনটি ঝুকিপূর্ণ মনে হলে পুরো ভবনটি ভেঙ্গে ফেলা হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
গতকাল বিকেলে হঠাৎ ভবনের সামনের অংশের একটি অংশ ধসে পড়ায় জনমনে আতংকের সৃষ্টি হয়। এসময় অল্পের জন্য রক্ষা পান এক ব্যবসায়ীসহ পথচারীরা। ভবনের পিছনের অংশ প্রায় ১ ফুটের মতো ধেবে ভবনটি কাত হয়ে গেছে। যেকোন সময় পুরো ভবন ধরে বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার ও থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম উপস্থিত হয়ে ঝুকিপূর্ণ ভবন থেকে বসবাসকারী সকল মানুষকে দ্রুত অন্যত্র সরিয়ে যাওয়ার এবং ভবনের আশপাশের কয়েকটি দোকান বন্ধ করার নির্দেশ প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে ভবনের স্বত্ত্বাধিকারী উপজেলার মিরেরচর গ্রামের আব্দুল মনাফকে ডেকে এনে জরুরী ভিত্তিতে ঝুকিপূর্ণ ভবনের ধস শুরু হওয়া অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করা হয়।
খবর পেয়ে ওসমানীনগর ও সিলেট থেকে ফায়ার ব্রিগেডের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিকভাবে ভবনে বসবাসকারী ও আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদুৎ সংযোগ।