সোমবার ● ২৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে ক্রীড়া পুরষ্কার বিতরণ
মানিকছড়িতে ক্রীড়া পুরষ্কার বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১০মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৮মি.) খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার হাফছড়ি ইউনিয়নে কারিতাস-আলোঘর প্রককল্প’র খাগড়াছড়ি এরিয়ার আওতায় পরিচালিত দক্ষিণ হাফছড়ি শিশু শিক্ষা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারি সোমবার বিকালে কারিতাস-আলোঘর প্রকল্পর আয়োজনে উপজেলার হাফছড়ি ইউনিয়নের দক্ষিণ হাফছড়ি শিশু শিক্ষা কেন্দ্রে এ পুরষ্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দক্ষিণ হাফছড়ি শিশু শিক্ষা কেন্দ্রের সভাপতি যোগেক চন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিনেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ম্রাগ্য মারমা।
বিশেষ অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলার শিক্ষা অফিসার সুভাষ বড়ূয়া, ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান সফিকুর রহমান, দক্ষিণ হাফছড়ি ইউপি’র ২নং ওয়ার্ড সদস্য মোশারফ হোসেন, আলোঘর প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিপন হালদার।
এছাড়াও আলোঘর প্রকল্পের শিক্ষা সুপার ভাইজার অংগ্য মারমাসহ শিক্ষক, অভিবাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আলোঘর প্রকল্প’র খাগড়াছড়ি এরিয়ার কো-অর্ডিনেটর মোজাম্মেল হক শুভেচ্ছা বক্তব্যে বিদ্যালটির চিত্র তুলে ধরে বলেন, যেহেতু প্রকল্পটি চলতি বছরের ১৭ সালের নভেম্বরের দিকে দাতা সংস্থার সাথে চুক্তির মেয়াদ শেষ হবে। যদি দাতা সংস্থা নতুন করে চুক্তি না করে অতপর কমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যহত না হয় সেই দিকে চিন্তা করে যেন এলাকাবাসী, স্থানীয় সরকার প্রতিনিধি ও উপস্থিত অতিথিবৃন্দকে শিক্ষা কেন্দ্রটির শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ জানান।
বক্তব্যে প্রধান অতিথি কারিতাস-আলোঘর প্রকল্পটি দূর্গম পাহাড়ি এলাকায় শিশু শিক্ষা ব্যবস্থা চালু করে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য আলোঘর প্রকল্পটিকে ধন্যবাদ জানিয়ে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, খুব শীঘ্রই এই বিদ্যালয়েটির উন্নয়ন এর জন্য প্রয়োজনী আসবাবপত্র ও বিদ্যালয়টি সংস্কার করার জন্য আর্থিক সহযোগিতা প্রদান এবং পাশা পাশি বিদ্যালয়টিকে জাতীয়করণ করার জন্য সেই ব্যপারে প্রদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।