মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » উৎসব মূখর পরিবেশে বরগুনা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দদের পরিচিতি সভা
উৎসব মূখর পরিবেশে বরগুনা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দদের পরিচিতি সভা
মুতাসিম বিল্লাহ, বরগুনা প্রতিনিধি ::(১০মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ রাত ১১.৫৮মি.) বরগুনা জেলা পরিষদের নির্বাচন ও শফথ গ্রাহন অনুষ্ঠান শেষ হলেও। শেষ হয়েছিলো না বরগুনা-জেলা পরিষদে নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের মিলন মেলা।
তারই ধারাবাহিকতায় ২৩ জানুয়ারি সোমবার বরগুনা জেলা পরিষদ কার্যলায়্যের সামনে বরগুনা জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দদের এক পরিচিতি সভার মিলন মেলা।
বরগুনা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দদের এই মিলন মেলায় বরগুনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফখরউদ্দিন আহমেদের সভাপত্বিতে। উপস্থিত ছিলেন নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান দেলোওয়ার হোসেন ও সধারন আসন ৬নং থেকে নির্বাচিত সদস্য নাহিদ মাহমুদ হোসেন লিটুসহ নব-নির্বাচিত সকল সংরিক্ষিত মহিলা আসনের ও সাধারন-সদস্য আসনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে শুরুতেই নানা কর্মসূচির মধ্য থেকে কোরঅান তেলওয়াত ও গীতা পরিবেশন করার পর।
উপস্থিত অতিথীবৃন্দ সহ সকলে ১মি: দাড়িয়ে নিরবতা পালন করেন সদ্য প্রায়ত সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান জাফরুল হাসনা ফরহাদের আত্মার প্রতি। এরপর ফুল দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যানকে বরণ করা নেয়ার পর স্বাগত বক্তব্য প্রধান করা হয়।
এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান দেলোওয়ার হোসেন তার স্বাগত বক্তাব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বরন ও ৩০ লক্ষ শহিদের কথা গভীর শ্রদ্ধার সাথে স্বরন করেন।
এসময় তিনি বলেন আমরা গভির ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন সদ্য প্রায়ত সাবেক সাংসদ মরহুম জাফরুল হাসান ফরহাদের প্রতি তার মৃত্যূতে সমবেদনা ব্যক্ত করছি।
বরগুনা জেলার সকল পরিবেশ বান্ধব কর্মসূচি গ্রাহন করার অাহব্বান জানানোর পাশাপাশি তিনি বরগুনা জেলার যুব সমাজকে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মাদকের ব্যবসার সাথে জড়িতদের হুশিয়ার প্রধান করে তিনি বলেন আমি মাদক চাই না বরগুনার যুব সমাজকে ধংস করতে চাই না জনগন যখন আমাকে ক্ষমতায় বসিয়াছেন তখন আমি মাদকমুক্ত বরগুনা গড়ে তুলবোই ইনশা-আল্লাহ তবে তাতে আমার প্রতি যত-বাধা বিপত্তি আসুক না কেনো।আমি পিছু টানবো না।সর্বপরি তার বক্তব্যে তিনি বাংলাদেশ সরকারে ভীষন ২০২১ বাস্তবায়নে কাজ করে যাবার প্রতি আশ্বাস ব্যক্ত করে জনগনের ও প্রসাশনের সকলের সহযোগিতা কামনা করে তার বক্তাব্যের ইতি টানেন।
এসময় পরিচিতি সভায় স্বাগত বক্তাব্য রাখেন, বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) নুরুজ্জামান, মহিলা সংরক্ষিত আসন ৫নং থেকে নব-নির্বাচিত সদস্য ফাজিয়া খানম ও ৪নং সাধারন আসন থেকে নব-নির্বাচিত সদস্য এড্যভোকেট জে.এইচ.এম.মুজাহিদুল হক প্রমূখ।
হাফেজ মাওলানা মুজিবুর রহমানের পরিচালনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বরগুনা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের পরিচিতি সভার সমাপ্তি ঘোষনা করা হয়।