মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে নার্স শুভদ্রা তঞ্চঙ্গ্যার বক্তব্য
প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে নার্স শুভদ্রা তঞ্চঙ্গ্যার বক্তব্য
বিজ্ঞপ্তি :: ২৩ জানুয়ারি সোমবার রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স শুভদ্রা তঞ্চঙ্গ্যা স্বাক্ষরিক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম বরাবরে লিখিত ভাবে একটি বক্তব্য প্রেরন করেন।
গত ২১ জানুয়ারি শনিবার সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স শুভদ্রা তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সিনিয়র ষ্টাফ নার্স শুভদ্রা তঞ্চঙ্গ্যার বক্তব্য ; রুপম শীল (রুপন) ২১ জানুয়ারি শনিবার সকাল ১১টার সময় হাসপাতালের কর্তব্যরত সিনিয়র ষ্টাফ নার্স আমার নাম (শুভদ্রা তঞ্চঙ্গ্যা) প্রকাশ করেছেন, আমি রোগীর ডিএনসি শেষে অপারেশন থিয়েটারে সরাসরি রোগী রুপম শীল (রুপন) এর স্ত্রী অনামিকা শীল’র মাধ্যমে তার কাছ থেকে পাঁচ’শ টাকা ঘুষ নিয়ে পরবর্তী যোগাযোগের জন্য আমি নিজের মোবাইল নাম্বার দিতে চাই, আমি কর্তব্যরত থাকায় রুপম শীল (রুপন) আমার বিরুদ্ধে অভিযোগটি করেছেন।
মুলতঃ আমি (শুভদ্রা তঞ্চঙ্গ্যা) সংবাদটি প্রকাশের পর জিজ্ঞাসাবাদে জেনেছি রুপম শীল (রুপন) এর কাছ থেকে ৫০০/- (পাঁচ’শ) টাকা রাঙামাটি জেনারেল হাসপাতালের খন্ডকালিন আয়া ফরিদা বেগম গ্রহন করে অনভিপ্রেয় ভাবে আমার নামে সংবাদটি প্রকাশিত হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স শুভদ্রা তঞ্চঙ্গ্যা রুপম শীল (রুপম) এর কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগটি অস্বীকার করেন।