মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » স্যানিটারী ইন্সপক্টর সুজন বড়ুয়াকে বরখাস্তের নির্দেশ
স্যানিটারী ইন্সপক্টর সুজন বড়ুয়াকে বরখাস্তের নির্দেশ
মো. মনছুর আলী, লামা প্রতিনিধি :: (১১মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.০০মি.) বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত স্যানিটারী ইন্সপেক্টর সুজন বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একই সাথে তার বিরুদ্ধে নিয়মিত বিভাগীয় মামলা রুজু করার জন্যও নির্দেশ দেয়া হয়। সহকর্মীর সাথে অসদাচারণের অভিযোগে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আবছার তার বিরুদ্ধে সিভিল সার্জনকে এ নির্দেশ প্রদান করেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের স্মারক নং- ২৯.২৩৫.০০৯.৩৩.০১.১০৩.(অংশ-১),২০১১-১৩১৬, তারিখ- ২৯.১২.২০১৬খ্রী: মূলে স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লামা উপজেলার দায়িত্বপ্রাপ্ত স্যানিটারী ইন্সপেক্টর ২০১৪ সালে ঢাকার মহাখালীতে একটি প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে গেলে স্যানিটারী ইন্সপেক্টর সুজন বড়ুয়া তাকে যৌন হয়রানিসহ বিভিন্নভাবে হয়রানি করেন। পরবর্তীতে এসব বিষয়ে উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর বাদী হয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সুজন বড়ুয়াকে সাময়িক বরখাস্ত ও তার বিরুদ্ধে নিয়মিত বিভাগীয় মামলা রুজু করার জন্য সংশ্লিষ্ট সিভিল সার্জনকে লিখিতভাবে নির্দেশসহ অনুরোধ করা হয়। স্যানিটারী ইন্সপেক্টর সুজন বড়ুয়াকে সাময়িক বরখাস্তসহ তার বিরুদ্ধে নিয়মিত বিভাগীয় মামলা রুজুর নির্দেশ প্রদানের সত্যতা নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আবছার মুঠোফোনে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তার বিরুদ্ধে প্রসেসিং চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার চাকুরী চলে যাবে।