![বেণুবন উত্তমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে সংঘদান ও স্মরণ সভা অনুষ্ঠিত](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/0655-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
খাগড়াছড়িতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১১ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) খাগড়াছড়িতে কারিতাস-আলোঘর প্রককল্প’র খাগড়াছড়ি এরিয়ার আওতায় পরিচালিত ভূয়াছড়ি মূখ ও বেতছড়ি পাড়া শিশু শিক্ষা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি মঙ্গলবার বিকালে কারিতাস-আলোঘর প্রকল্পর আয়োজনে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের বিচিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পুরষ্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেতছড়ি মূখ পাড়া শিশু শিক্ষা কেন্দ্রের সভাপতি সাগরময় তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইটছড়ি উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক ঝিনতু চাকমা।
বিশেষ অতিথি ছিলেন, ইটছড়ি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গীতায়ন চাকমা, বিচিতলা সরকারি প্রাথমিক বিদ্যারয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিমল চাকমা, কারিতাস-আলোঘর প্রকল্পের খাগড়াছড়ি এরিয়ার কো-অর্ডিনেটর মো: মোজ্জাম্মেল হক। এছাড়াও আলোঘর প্রকল্পের শিক্ষা সুপার ভাইজার অংগ্য মারমাসহ শিক্ষক, অভিবাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।