বুধবার ● ২৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সেনাবাহিনীর বিনামুল্যে গবাদী প্রাণীর চিকিৎসা সেবা
গাজীপুরে সেনাবাহিনীর বিনামুল্যে গবাদী প্রাণীর চিকিৎসা সেবা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১২মি.) বাংলাদেশ সেনাবাহিনীর সাভার অঞ্চল কর্তৃক বিনামূল্যে গবাদী প্রাণী ও হাঁস-মুরগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
২৪ জানুয়ারি মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদিস্থ শেওড়াতলী ভূবনেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আরভিএন্ডএফ ডিপো এবং মিলিটারি ফার্ম সাভার এর ব্যবস্থাপনায় বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান উদ্বোধন করেন মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান (পিএসসি, জিওসি ৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার সাভার অঞ্চল)।
বিনামূল্যে চিকিৎসা সেবায় স্থানীয় বিভিন্ন এলাকার গবাদী প্রাণী, হাঁস-মুরগী, কবুতর ইত্যাদির বিনামূল্যে টিকা প্রদান, কৃমিনাশক ও অসুস্থ্য গবাদী প্রাণী ও হাঁস-মুরগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া গরু মোটাতাজাকরণ বিষয়ক পরামর্শ প্রদান, ঘাসচাষ, গবাদিপ্রাণী লালন-পালন, খামার ব্যবস্থাপনা সহ গবাদি প্রাণীর সাধারণ রোগের লক্ষণ এবং প্রতিকার বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
চিকিৎসা ক্যাম্পে মোট ১৩২৫টি গরু, ২৭২টি ছাগল, ১৭৯০টি হাঁস-মুরগীকে বিনামূল্যে টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
পরে একই স্থানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং স্থানীয় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কর্ণেল মোঃ আব্দুল বাকী (পিএসসি,অধিনায় মিলিটারি ফার্ম সাভার), কর্ণেল পলাশ কুমার ভট্টাচার্য (ভারপ্রাপ্ত অধিনায়ক, আরভিএন্ডএফ ডিপো), মেজর মোঃ আবু জাফর মোল্লা, মেজর মোঃ মুশফিকুজ্জামান খান, কালিয়াকৈর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী রফিকুজ্জামান প্রমূখ।