বুধবার ● ৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » বিলাইছড়ি উপজেলার তথ্যবাতায়নে হালনাগাদ তথ্য নেই
বিলাইছড়ি উপজেলার তথ্যবাতায়নে হালনাগাদ তথ্য নেই
বিলাইছড়ি প্রতিনিধি :: রাঙাটির বিলাইছড়ি উপজেলা প্রশাসনের তথ্যবাতায়ন দীর্ঘদিন যাবত হালনাগাদ নেই৷ ফলে গুরুত্বপূর্ন তথ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে এই উপজেলার জনগন৷ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কোন দপ্তরের তথ্য নিয়মিত হালনাগাদ নেই৷ এমনকি গ্রামীন জনগোষ্ঠীর তথ্যসেবা প্রাপ্তির একমাত্র প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদসমূহের তথ্যও নিয়মিত হালনাগাদ নেই৷ সংশিস্নষ্ট সূত্র জানায়, নিয়মিত তথ্য হালনাগাদ না থাকায় এই উপজেলার তথ্য বাতায়নের ওয়েবসাইটটি জনগন ও সংশ্লিষ্টদের কোন উপকারে আসছে না৷ ডিজিটাল বাংলাদেশ গড়ার নিমিত্তে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক এই সময়ে তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে পড়ছে এ উপজেলার জনসাধারণ৷
জানা গেছে, চলতি বছরের ১৯ মার্চ হতে উপজেলা নির্বাহী অফিসারের পদটি শুন্য রয়েছে৷ এই পদে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন রাজস্থলী উপজেলার দায়িত্বে থাকা ইউএনও সুজন চৌধুরী৷ কিন্তু ওয়েবসাইটের নোটিশ বোর্ডে ক্লিক করে দেখা যায়, প্রাক্তন ইউএনও নুরুল ইসলাম স্বাক্ষরিত ২৭ নভেম্বর ২০১৩ তারিখের উপজেলা পরিষদের ৫৫তম সভার নোটিশ অথচ তিনি ২০১৪ সালের ১৩অক্টোবর বদলী হয়ে গিয়েছিলেন৷
ওয়েবসাইটের এমন নাজুক অবস্থার ফলে তথ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এই উপজেলার জনগন৷ এ নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলতে না চাইলেও সংশিস্নষ্ঠদের মাঝে বিরাজ করছে চাপা ৰোভ৷ এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরীর বলেন-বিলাইছড়ি উপজেলা অত্যন্ত দুর্গম এবং এখানে ৩জি নেটওয়ার্ক না থাকায় ইন্টারনেটের গতি খুবই সীমিত হওয়ায় তথ্য নিয়মিত আপডেট করা সম্ভব হয় না এবং ওয়েবসাইটের তথ্য নিয়মিত হালনাগাদের প্রক্রিয়া চলছে৷ আোড ৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.০৩ মিঃ