বৃহস্পতিবার ● ২৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » শিক্ষাসহ ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার
শিক্ষাসহ ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার
মাটিরাঙ্গা প্রতিনিধি :: মান সম্মত শিক্ষা অর্জনসহ সার্বিক বিষয়ে ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার উল্লেখ করে সন্ত্রÍাস,দারিদ্র ও ক্ষুধামুক্ত সোনার বাংলা গঠনের প্রত্যয় ব্যক্ত করে, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে আখ্যায়িত করে স্ব স্ব হৃদয়ে সু-নির্দিষ্ট লক্ষ ও আত্ববিশ্বাস ধারণসহ সফলতা অর্জনে সচেষ্ট থাকার আহবান জানান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,সুন্দর আগামী গড়তে তোমাদেরকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে,দেখতে হবে সকল প্রতিবন্ধকতা মোকাবেলার স্বপ্ন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে চলতে চাই উল্লেখ করে শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন।
তিনি বুধবার বেলা ১২টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নবীন বরণ ও ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এর সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা ইউএনও বি.এম মশিউর রহমান ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাশেম ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমএম জাহাঙ্গীর আলম বলেন,প্রতিষ্ঠার ২৫ বছর অতিক্রমে এই প্রথম কোন জেলা পরিষদ চেয়ারম্যান এই শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন উল্লেখ করে তিনি বলেন বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত কল্পে একটি সীমানা প্রাচীর নির্মানের জন্যে জোর দাবী জানান।
মাটিরাঙ্গা বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: কামাল হোসেন‘এর সঞ্চালনায় অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আবুল হোসেন,উপাদক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা,অভিভাবক সদস্য ও তাইন্দং ইউপি সদস্য শাহীন সরকার,অভিভাবক সদস্য,
মো: মনির হোসেন,অভিভাবক মো: আ: মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।