রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ১৯ শিবির-নেতাকর্মী আটক
১৯ শিবির-নেতাকর্মী আটক
চট্টগ্রাম প্রতিনিধি :: ২০ সেপ্টেম্বর : চট্টগ্রামের সাতকানিয়া থানার কেরানীহাটের ‘শাহ জালাল কিন্ডার গার্ডেন’নামের স্কুলের ভিতর বৈঠক কালে ইসলামী ছাত্র শিবিরের ১৯ নেতা-কর্মীকে জিহাদী বই, সরকারী বিরোধী পোষ্টার,ব্যানারসহ আটক করেছে পুলিশ । শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাদেরকে আটক করা হয় ।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) মো. তারেক হোসেন সিটিজি নিউজকে জানান, “কেরানীহাটের পূর্ব পাশে বান্দরবান সড়ক এলাকার শাহ জালাল কিন্ডার গার্ডেন স্কুলের ভেতর শিবির নেতা-কর্মীরা গোপন করার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের ১৯ নেতা-কর্মীকে অাটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে শিবিরের সাংগঠনিক বই-ষ্টিকার উদ্ধার করা হয়, এবং তাদের দেয়া তথ্যমতে কেরানির হাট বাইতুশ শরফ মসজিদ মার্কেটের ৩য় তলা পপুলার লাইফ ইন্সুরেন্স এর গলির ভেতরে শিবিরের অফিস থেকে জিহাদী বই পেষ্টুন, স্টিকার,সরকার বিরোধী ব্যানার ও অনান্য জিনিস পত্র উদ্ধার করা হয় ।
তিনি আরো বলেন, আটককৃতদের মধ্যে শিবিরের সাতকানিয়া সাথী শাখার সভাপতি আনোয়ার হোসেন (২২) ও এহসানুল করিম ও আছে।
আনোয়ারের বিরুদ্ধে থানায় ৬-৭টি নাশকতা ও ভাংচূরের মামলা রয়েছে, অন্যদের বিরুদ্ধে মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । আটকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা ।