বৃহস্পতিবার ● ২৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির চেক বিতরণ
লামায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির চেক বিতরণ
লামা প্রতিনিধি :: (১৩ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৫মি.) বান্দরবানের লামা উপজেলায় মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বান্দরবান ট্রাস্ট প্রদত্ত মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু মাধ্যমিক পর্যায়ে ২২ বৃত্তিপ্রাপ্তের হাতে এ চেক তুলে দেন। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাফর উল্লাহ, আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর শুক্কুর প্রমুখ উপস্থিত ছিলেন। গত বছরের অক্টোবর মাসে জেলা ব্যাপী মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের কাছ থেকে দরখাস্ত আহবান করে বান্দরবান ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান। পরে ট্রাস্ট কর্তৃপক্ষের যাচাই বাছাই করে উপজেলার ২২ জন শিক্ষার্থীকে মনোনিত করা হয়।