বৃহস্পতিবার ● ২৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে মিথ্যা মামলা: রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব’র নিন্দা ও প্রতিবাদ
সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে মিথ্যা মামলা: রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব’র নিন্দা ও প্রতিবাদ
বিজ্ঞপ্তি :: (১৩ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৩মি.) রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মধ্যরাতে পুলিশি হয়রানির বিরুদ্ধে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
২৬ জানুয়ারি বৃহষ্পতিবার রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৩ জানুয়ারি সোমবার “রাঙামাটিতে শহিদুজ্জামান মহসিন রোমানের নেতৃত্বে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা” শিরোনামে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ২৪ জানুয়ারি রাত পৌনে ১০টায় উদ্দেশ্য প্রনোদিতভাবে রাঙামাটি কোতয়ালি থানায় তথ্য প্রযুক্তি আইনে ৫৭(২) ধারায় মামলা দায়ের করেন রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান। মামলা নং ১১। তারিখ ২৪/০১/২০১৭। তিনঘন্টার ব্যবধানে ২৫ জানুয়ারি রাত ১টার সময় গ্রেফতারের নামে সন্ত্রাসী কায়দায় বাসায় তান্ডব চালায় অনুমানিক ৩০ জনের মত একটি দল।
নির্মল বড়ুয়া মিলনের স্ত্রী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায় ২৫ জানুয়ারি রাত ১টার সময় নিজের সন্তানকে নিয়ে রাতের খাবার খেতে বসে কুকুরের ডাক শুনে দরজা খুলে দেখেন আনুমানিক ২০ জন পুলিশ ও ১০ জনের মত সাধারন মানুষ লাঠিসোঠা নিয়ে সবমিলিয়ে ২৫-৩০ জনের একটি দল বাসার সীমানা প্রাচীরে প্রবেশ করে। কিছু সংখ্যক পুলিশের পোশাক পরা দেখে দরজা বন্ধ না করে দাড়িয়ে থাকেন। দলটি কাছে এসে একজন পুলিশ সদস্য নির্মল বড়ুয়া মিলন বাসায় আছেন কিনা জানতে চায়, তিনি বাসায় নাই উত্তর দেওয়ার সাথে সাথে কোন ধরনের নোটিশ ও অনুমতি ব্যতিত ভিতরে দেখ ভিতরে দেখ বলে একদল লোক ঘরের ভিতরে ঢুকে পুরো বাসা তল্লাশী চালায়, আর একদল ধরো ধরো এদিকে পালিয়ে যাচ্ছে, আজ নির্মল্যের রক্ষা নেই বলে উশৃংখল হইহুল্লোরসহ নির্মল বড়ুয়া মিলনের নামে বাজে গালিগালাজ করে খুজতে খুজতে বাসার সীমানা প্রাচীর ও বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে আঘাত করতে আওয়াজ শোনা যায়। তল্লাশী চালানোর সময় জনৈক ছাওয়াল, আজহার ইত্যাদি নাম ধরে ডাকাডাকি করছিলো। অনেক্ষণ ধরে চোর ধর চোর ধর বলে আওয়াজ করেও নির্মল বড়ুয়া মিলনকে গ্রেফতারের তল্লাশী চালানো হয়। প্রায় আড়াইঘন্টা বাসার ভিতরে বাইরে তল্লাশী চালানোর পর রাত আড়াই টার সময় দলটি বাসা ত্যাগ করেন। গ্রেফতার কার্যক্রমের এমন কর্মকান্ডে আতঙ্ক ও নিরাপত্ত্বাহীনতার মধ্যে রয়েছেন বলে জানান নির্মল বড়–য়া মিলনের পরিবারের সদস্যরা।
অনলাইন সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগে বাদী শহিদুজ্জামান মহসিন রোমান লিখেছেন মালিক শ্রমিক সংগঠনের প্রতিবাদের বিষয়কে পুজি করে মিথ্যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে তার ব্যক্তিগত মানহানি ও শ্রমিকগনের মানহানি করা হয়েছে। মুলত সিএইচটি মিডয়া টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত সচিত্র সংবাদে স্পষ্ট দেখা যাচ্ছে শহিদুজ্জামান মহসিন রোমান প্রকাশ্যে জনসাধারনের চলাচলের মুল রাস্তায় সমাবেশ করছেন কার গাড়ী আটকিয়ে রয়েছেন এমনকি পুলিশ সদস্যদের সাথে কথোপকথনের চিত্রও দেখা যাচ্ছে। এতে বোঝা যায় সংবাদে উল্লেখিত নানিয়ারচরের ঘটনাকে পুজি করে শহিদুজ্জামান মহসিন রোমান মালিক শ্রমিকদের একত্র করে রাঙামাটিতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। তাদের সংগঠনের যদি প্রতিবাদ কর্মসূচি থাকলে অবশ্যই পূর্বঘোষনা থাকতো, হঠাৎ করে শহরে যান চলাচল বন্ধ করা আইন শৃংখলা পরিস্থিতি অবনতির লক্ষণই প্রকাশ করে । এতে প্রতীয়মান হয় নানিয়ার চরের ঘটনায় স্থানীয় প্রশাসনকে সময় দিয়ে সহযোগিতা না করে প্রশাসনকে তথা বর্তমান সরকারকে বেকায়দায় ফেলানোর অপচেষ্টা করা হয়েছে। সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন এর সম্পাদিত অনলাইন পত্রিকায় প্রকাশিত “রাঙামাটিতে শহিদুজ্জামান মহসিন রোমানের নেতৃত্বে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা” শিরোনামে সংবাদটি অত্যন্ত জনবান্ধব এবং জনস্বার্থে করা হয়েছে।
এরপর ও যদি শহিদুজ্জামান মহসিন রোমান ব্যক্তিগতভাবে সংক্ষুব্দ হলে গণমাধ্যম প্রকাশনার নিয়ম অনুযায়ী সংবাদের প্রতিবাদ লিপি পাঠাতে পারতেন, তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ না করে সরাসরি থানায় মামলা এবং মধ্যরাতে পুলিশ ও নিজের মদদপুষ্ট লোকজনকে দিয়ে বাসায় তল্লাশীর নামে তান্ডব চালানো কিছুতেই যৌক্তিক হতে পারেনা বরঞ্চ পুলিশ সদস্যদের সাথে নিজের লাঠিয়াল দিয়ে নির্মল বড়–য়া মিলনকে গ্রেফতারের তল্লাশীর নামে দেশের প্রচলিত আইনের পরিপন্থী কার্যক্রম এবং আরো একটি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছেন। নিজেকে ক্ষমতাবান প্রমান করতে গিয়ে গ্রেফতারে অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যদের ও প্রশ্নের মুখোমুখি করেছেন।
রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব এসব কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মুলক মামলা প্রত্যাহার করে এসবে উস্কানী দাতাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন একাধারে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) ও জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন মিডিয়া ওঠপ্রোতভাবে জড়িত। অনলাইন সাংবাদিক ও নেতৃবৃন্দদের হয়রানিমুলক মিথ্যা মামলা দিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বিঘ্ন সৃষ্টি করা একটা কৌশল তাই উক্ত ঘটনা দেশের উচ্চ আদালতের বিচার বিভাগীয় তদন্তের জন্য দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রাঙামাটি জেলার বাইরে অবস্থান করায় উল্লেখিত ঘটনায় আজ ২৬ জানুয়ারি নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মধ্যরাতে পুলিশি হয়রানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদে আগামী ২৯ জানুয়ারি রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জেলার সর্বস্তরের সাংবাদিক ও জনসাধারনকে মানববন্ধনে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয় বিবৃতিতে ।