শুক্রবার ● ২৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » স্বর্ণদ্বীপ পুনরুদ্ধারের দাবিতে সন্দ্বীপে মানববন্ধন
স্বর্ণদ্বীপ পুনরুদ্ধারের দাবিতে সন্দ্বীপে মানববন্ধন
সন্দ্বীপ প্রতিনিধি :: বাটাজোড়া - কাটগড় বাঁচাও আন্দোলন পরিষদের উদ্যোগে বাটাজোড়া-কাটগড় (স্বর্ণদ্বীপ) পুনরুদ্ধারের দাবিতে ২৭জানুয়ারী শুক্রবার সকাল ১১টায় সন্দ্বীপের এনাম নাহার হাইস্কুল মোড়ে মানববন্ধন অনুষ্ঠিতহয়।
মানববন্ধনে সন্দ্বীপের ছাত্র, যুবক, পেশাজিবী, শ্রমজীবি মানুষ একাত্মতা প্রকাশ করেন।
৭৫০০ একর ভূমি নিয়ে ঘোষিত স্বর্ণদ্বীপের ২৫০০ একর সন্দ্বীপের ভূমিকে নোয়াখালীর সাথে অন্তর্ভুক্ত করার তীব্র নিন্দা জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাবের উদ্যোক্তা সভাপতি- অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, ত্রৈমাসিকগাংচিল সম্পাদক হাসানুজ্জামান সন্দ্বীপি, সচেতন সমাজের পক্ষে ছায়েদ উল্যাহ, অনলাইন সাংবাদিক ডা. রিদুয়ানুলবারী, হারামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়রসহ- সভাপতি ও যুগ্ম অাহবায়ক ইলিয়াছ সুমন ও প্রিয় চট্টগ্রামের সন্দ্বীপ প্রতিনিধি ইবরাহিম অপু।
এসময় লিওক্লাব অব সন্দ্বীপের সেক্রেটারি তাইনুল ইসলাম নিলয়, সরকারী হাজী এবি কলেজের পক্ষে জাবেদ উমর জয়, মুস্তাফিজুর রহমান কলেজের পক্ষে মাহমুদুল হাসান, সাউথ সন্দ্বীপ কলেজের পক্ষে নজরুল ইসলাম সন্দ্বীপি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাইফুর রহমান খান, এনাম নাহার মোড় ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মাইন উদ্দিন, ভোরের পাখি সাহিত্য মেলার অাহবায়ক ইসমাইল হোসেন মনি, হাই স্কুল সমুহের পক্ষে ওমর হায়দার সাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন ।