শনিবার ● ২৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পলাশপুর মহিলা মাদরাসাটির সীমানা প্রাচীর নির্মাণ করা প্রয়োজন
পলাশপুর মহিলা মাদরাসাটির সীমানা প্রাচীর নির্মাণ করা প্রয়োজন
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৫ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.৩৯মি.) মাটিরাঙ্গা পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসা ও হেফজ এতিমখানায় আর্থিক সহযোগিতার করার আহবান জানিয়ে পৌর কাউন্সিলর মো. মোস্তফা বলেন,এই মাদরাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর অত্র এলাকাসহ আশে পাশের প্রায় ১৫টি উপজেলা থেকে এতিম ও দরিদ্র শিক্ষার্থীরা পড়াশোনা করছে। বর্তমানে ২৭০জন ছাত্র/ছাত্রী রয়েছে যার মধ্যে ১৯০ জনই এতিম। তিনি ইসলাম প্রিয় সমাজের বিত্তবান,দয়াবান ও দানবীর ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করে দ্বীন-ই শিক্ষা অর্জনের এমন মাদরাসাটির উন্নয়নে আর্থিক সহায়তায় এগিয়ে আসতে অনুরোধ জানান।
মাদরাসার মোহতামিম মো: আবদুল হাই জানান,আল্লাহ প্রেমী একবান্দা মৃত আঃ রব খাঁর দানকৃত ৯১ শতক ভুমির উপর ২০১০ সালে প্রাথমিকভাবে মাদরাসাটি চালু হলেও ২০১২ সালে তা পুরোদমে কার্যক্রম শুরু করে। বর্তমানে মোহতামিমসহ শিক্ষক ১১ ও কর্মচারী ২ জন। মাদরাসাটিতে প্রতিদিন ৬০ কেজি চাল প্রয়োজন হয় ছাত্র/ছাত্রীদের খাবারের জন্যে। নিজস্ব কোন জমানো অর্থ না থাকায় মাদরাসাটির নিরাপত্তায় চারিদিকে সীমানা প্রাচীর নির্মাণ করা যায়নি আজও। মাদরাসাটিতে সরকারি অনুদান নাই বলে এটি মানুষের কাছ থেকে পাওয়া সাহায্যে সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা বাজার ব্যসায়ি করিম মেডিকেল হলের স্বত্বাধিকারী মো. ছিদ্দিকুর রহমান ভুইয়া,কাপড় ব্যাবসায়ি সজীব ক্লথ ষ্টোরের স্বত্বাধিকারী মো. ওমর ফারুক, মো. দেলোয়ার হোসেন,মোঃ ফকরুল ইসলাম,বাবু ,মো. মোসলেম উদ্দিন,মো. আবুল খায়ের,৪নং ওয়ার্ড আদর্শ গ্রাম সমাজ কমিটির সেক্রেটারি আব্দুর রহিম, ঠিকাদার মো. লোকমান হোসেন ও ফার্মাসিইটিকেলের এমপিও মো. মমিন প্রমুখ।