শনিবার ● ২৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ইরাকে অপহৃত ৩ বাংলাদেশীর মুক্তি : গাজীপুরে নারীসহ আটক ২
ইরাকে অপহৃত ৩ বাংলাদেশীর মুক্তি : গাজীপুরে নারীসহ আটক ২
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) ইরাকে তিন বাংলাদেশীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে গাজীপুরের শ্রীপুরে এক নারীসহ দুজনকে আটক করেছে র্যাব-১এর সদস্যরা। পরে র্যাবের তৎপরতায় ২৭ জানুয়ারি শুক্রবার ওই প্রবাসীদের ছেড়ে দেয় অপহরণকারীরা।
আটককৃতরা হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে আবুল হোসেন (৫৫) ও একই এলাকার মৃত আনোয়ার হোসেনের স্ত্রী সানিয়া আক্তার (২৫)।
র্যাবের গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানির স্কট কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান সিএইচটি মিডিয়াকে জানান, ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার বড়াইল গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে আব্দুল্লাহ এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার নারায়ণপুর এলাকার আবুল হোসেনের ছেলে নাসির উদ্দিন ওরফে নাসিম ইরাকে চাকরি করেন। ইরাকে আব্দুল্লাহ ও তার অপর দুই বন্ধুকে গত ২২ জানুয়ারি নাসিম ও সুজন তাদের লোকজন নিয়ে অপহরণ করে। পরে অপহৃতদের জিম্মি করে অপহরণকারীরা দেশে তাদের স্বজনদের কাছে নাসিম আব্দুল্লাহর পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের ওই ৬ লাখ টাকা শ্রীপুরের নারায়ণপুর বাজারের জাকির হোসেনের দোকানে বিকাশ করে দেয়ার জন্য বলে। এ গোপন তথ্য পেয়ে র্যাবের গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানীর স্কট কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে র্যাব-১ এর সদস্যরা ২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ওই মোবাইল বিকাশের দোকানে অভিযান চালিয়ে জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সানিয়া আক্তার ও নাসিমের বাবা আব্দুল্লাহকে আটক করে। র্যাবের তৎপরতায় শুক্রবার অপহৃত ওই তিন প্রবাসীকে ছেড়ে দেয় অপহরণকারীরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, অপহৃত অপর দু’জনের কাছ থেকে আদায়কৃত মুক্তিপণের টাকার মধ্যে ২০ হাজার টাকা সানিয়ার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।