শনিবার ● ২৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » প্রতিবন্ধীদের গড়ে তোলা আমাদের দায়িত্ব : ডা. মোজাম্মেল হোসেন
প্রতিবন্ধীদের গড়ে তোলা আমাদের দায়িত্ব : ডা. মোজাম্মেল হোসেন
বাগেরহাট প্রতিনিধি :: (১৫ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৯মি.) সমাজ কল্যান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ও বাগেরহাট-৪আসনের সাংসদ সদস্য জননেতা আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন এমপি বলেছেন, প্রতিবন্ধীরা আমাদের সন্তান তাদেরকে মানুষের মত মানুষ হিসাবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। তাদেরকে বাদ দিয়ে সমাজ দেশ তথা জাতীর উন্নতি করা কখনো সম্ভাব নই। তাই তাদের কল্যাণে আমাদের সকলের এগিয়ে আসা কর্তব্য। তিনি ২৮ জানুয়ারি শনিবার টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭টি লক্ষ্য অর্জন করি, প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ কর্তক আয়োজিত প্রতিবন্ধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা একথা বলেন। স্বশাসীত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্র“ফ অব বাংলাদেশ এর আহবায়ক ও বেতাগা ইউপির চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, দৈনিক খুলনাঞ্চলের প্রধান সম্পাদক ও বেসরকারী উন্নয়ন সংস্থা চলন্তিকা যুব সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খবিরুজ্জামান। তিনি তার বক্তৃতায় বলেন, আমরা যে যেখানে যে অবস্থায় আছি, সেখানে থেকে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করলে দেশ এগিয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। তিনি প্রতিবন্ধী অসহায় ও দুঃস্থ্য মানুষের কল্যানে প্রশিক্ষন ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের পাশে দাড়ানোর জন্য সকলের প্রাতি আহবান জানান। সিআইজি ফোরামের সভাপতি ও শেখ হেলাল উদ্দীন ডিগ্নী কলেজের অধ্যক্ষ বটুগোপাল দাশ এর সঞ্চালোনায় অনুষ্টানে সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আ,ক,ম আসাদউজ্জামান ও উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, বাগেরহাট পলী বিদ্যুৎ সমিতির নবনির্বাচিত সভাপতি মলিক আসলাম আলী,বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহীদুল ইসলাম, শিক্ষাবিদ দাশ শিশির কুমার, দুলাল চন্দ্র দাশ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, বাজার বর্নিক সমিতির সভাপতি শিক্ষক অশোক রায় চৌধুরী, শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ ও মোঃ ইউ্নুস আলী শেখ প্রমুখ। পরে প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও হুইল চেয়ার বিতরন করা হয়। এসময় জিও এনজিও প্রতিনিধি শিক্ষক সাংবাদিক ডাক্তার আইনজিবি সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধি ও সুশিল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।