রবিবার ● ২৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খেলা » রাঙামাটি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন
রাঙামাটি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন
ষ্টাফ রিপোর্টার :: (১৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৮মি.) ক্রীড়া পরিদপ্তরের আওতাধীন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় রাঙামাটি জেলা সদরের স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে ২৮ জানুয়ারি শনিবার রাঙামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়াম মাঠে দিনব্যাপি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অমিত চাকমা (রাজু) প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদেরকে পুরষ্কার বিতরণ করেছেন।
প্রধান অতিথি,বিশেষ অতিথি ও সভাপতি বক্তব্যে পড়ালেখায় অত্যধিক মনযোগ দিয়ে পাশাপাশি বিভিন্ন খেলাধূলায় প্রতিভা অর্জন করে নিজেকে একজন ক্রীড়াবিদ হয়ে গড়ে তোলার পরামর্শ দেন এবং বিভিন্ন সন্ত্রাস ও মাদক থেকে সম্পূর্ণরূপে মুক্ত থেকে একজন সত্যিকার মানুষ হয়ে গড়ে উঠতে উপদেশমূলক বক্তব্য প্রদান করেছেন।
প্রতিযোগিতায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,শাহ বহুমূখী উচাচ বিদ্যালয়,রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়,মুজাদ্দেদ-ই-আলফেসানী উচ্চ বিদ্যালয়,ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয় ও মোনঘর আবাসিক বিদ্যালয়ের প্রায় শতাধিক ক্রীড়ামোদি ছাত্র-ছাত্রী মোট ২০টি বিভিন্ন ইভেন্টের খেলায় অংশ গ্রহন করে।
প্রতিযোগিতায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ বিচারকের দায়িত্ব পালন করেছেন।