সোমবার ● ৩০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষেনারীসহ আহত ২৫
বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষেনারীসহ আহত ২৫
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫মি.) বিশ্বনাথে পূর্ববিরোধদের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অনন্ত ২৫জন আহত হয়েছেন। ৩০ জানুয়ারি সোমবার সকাল ১০টায় উপজেলার লামাকাজি ইউনিয়নের মঙ্গলগিরি গ্রামের ইদ্রিস পীর ও আছকির আলী লোকজনের মধ্যে এঘটনা ঘটে। আহতরা হলেন-ইদ্রিস পীরের পক্ষে আহেতরা হলেন-ফয়জুল ইসলাম, আবদুর নূর, নেয়ারুন নেছা, দুলাল মিয়া, মিজান আহমদ, করিম মিয়া এবং আছকির মিয়ার পক্ষে আহতরা হলেন-সাধু মিয়া, তৈমুছ আলী, ছোয়াব আলী, আনোয়ার মিয়া, জামাল আহমদ, লালা মিয়া, রিয়াজ উদ্দিন, আমির আলী, সাইয়ম আলী, মানিক মিয়া, রফিক আলী, দিলোয়ার, নূর উদ্দিন। তবে তাৎক্ষনিক বাকি আহতদের নাম জানাযায়নি।এরই মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
জানাগেছে, মঙ্গলগিরি গ্রামের ইদ্রিস পীর ও আছকির আলীর লোকজনের মধ্যে স্থানীয় মসজিদের ইমাম ও মসজিদের টাকা তোলা নিয়ে সম্প্রতি বিরোধ সৃষ্টি হয়। ইতিমধ্যে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার এরই জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে পাল্টা-পাল্টি ইট-পাটকেল নিক্ষোপ করেন। এরই এক পর্যায়ে উভয় পক্ষ লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ২৫জন আহত হন।
এব্যাপারে আছকির আলী সিএইচটি মিডিয়াকে বলেন, আমাদের কয়েকজন লামাকাজি বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন হামলা করে। এরপর তারা আমাদের বাড়িতে এসে হামলা চালিয়ে লুটপাট-ভাংচুর করে। এতে আমাদের কয়েকজন আহত হন।
ইদ্রিস পীরের পক্ষে সমুজ আলী বলেন, সম্প্রতি আমরা আওয়ামী লীগের যোগদান করায় আছকির আলীর লোকজন আমাদের ওপর হামলা করে। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।
সংঘর্ষের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। বর্তমান এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।