সোমবার ● ৩০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » বগুড়ার গাবতলীতে সেবা প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা
বগুড়ার গাবতলীতে সেবা প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা
বগুড়া প্রতিনিধি :: (১৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৩মি.) ৩০ জানুয়ারি সোমবার বিকাল ৩টায় বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে ইছামতি কনফারেন্স রুমে উপজেলা শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়। গ্রামীণ আলো সংস্থা’র আয়োজনে সোস্যাল এনগেজমেন্ট ফর বাজেটারী একাউন্টেবিলিটি (সেবা) প্রকল্পের আওতায় গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে শেয়ারিং মিটিং করা হয়। এতে প্রকল্পের এ পর্যন্ত বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি অর্জন ও চলমান কার্যক্রম সমূহ উপস্থাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর মোহাম্মদ জুয়েল রানা, উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আক্কাস আলী, উপজেলা কৃষি অফিসার আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শেখ মো. সাজ্জাদ জাহিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা সমবায় অফিসার সাবিহা আফরুজ, দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রির্পোটার মাহফুজ মন্ডল, সোনারায় ইউপির চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম, নেপালতলী ইউপির চেয়ারম্যান এসএম লতিফুল বারী মিন্টু, গাবতলী সদর ইউপির চেয়ারম্যান আলমগীর হোসাইন, মহিষাবান ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম, নশিপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সকল ইউপি সচিব, ইউপি সদস্য, কমিউিনিটি সাপোর্ট গ্রুপ সদস্য, গ্রামীণ আলো সংস্থা’র নির্বাহী পরিচালক ফেরদৌসী বেগম, গ্রামীণ আলো উপদেষ্টা মনোয়ারা বেগম’সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সভাটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়ক নাজরিন জাহান লিপি, সার্বিক সহযোগিতা করেন টেকনিক্যাল অফিসার আবুল কালাম আজাদ ।