মঙ্গলবার ● ৩১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ধর্ম » বিশ্বনাথে সুন্নী সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সুন্নী সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৫মি.) বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি হযরত মাওলানা গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন রাসুল (স.) আদর্শ মেনে প্রত্যেক নর-নারীকে চলতে হবে। রাসুলের উত্তম আদর্শ ছাড়া আর কোন আদর্শ হতে পারেনা। তিনি বলেন, দুনিয়ার সুখ প্রকৃত সুখ নয় আখেরাতের সুখ হচ্ছে প্রকৃত সুখ। আখেরাতের জন্য প্রস্তুত হতে হবে সবাইকে। সোমবার ৩০ জানুয়ারী বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামবাসি আয়োজিত পবিত্র ঈদে মিলানুন্নবী (স.) ও আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ.) ইছালে ছোয়াব উপলক্ষে ৯ম ইসলামী সুন্নী মহা-সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পশ্চিম শ্বাসরাম গ্রামের প্রবীণ মুরব্বী মো. সাজিদ আলীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নেছারউদ্দিন আর-মাদানী ফেনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ছালিক আহমদ, মাওলানা আব্দুস শহিদ সামী, মাওলানা মাহমুদুল হাসান যুক্তিবাদি, মাওলানা ফরিদ উদ্দিন।