মঙ্গলবার ● ৩১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ধর্ম » পুজোর ঘরটি পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়ে ষাটোর্ধ পুজারী
পুজোর ঘরটি পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়ে ষাটোর্ধ পুজারী
উখিয়া প্রতিনিধি :: (১৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৭মি.) ২৮ জানুয়ারী শনিবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পূর্বরত্না মৈত্রী বৌদ্ধ বিহার অধ্যক্ষ জ্যোতিমিত্র পরিত্রাণ সুত্র পাঠ করতে গেলে তাঁর অনুপস্থিতিতে অসাবধনতা বশত: মোমের আগুন থেকে পুরোপুরি পুড়ে যায় বিহারটি । এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবী বিহার পরিচালনা কমিটির। সংশ্লিষ্ট প্রশাসনের আন্তরিকতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছে বিহার পরিচালনা কমিটি। পরদিন সকাল থেকে হাজার হাজার মানুষ পুড়ে যাওয়া বিহারটি এক নজর দেখতে ছুটে আসছে। পুড়ে যাওয়া বিহারে এসে কান্নায় ভেঙ্গে পড়ে ষাটোর্ধ এক উপাসিকা। বিহারটিতে নিয়মিত ৫শতাধিক মানুষ পুজা অর্চনা করে বলে জানা যায়। পূর্বরত্না গ্রামের নিম্ন আয়ের মানুষের পক্ষে বিহারটি পুন: নির্মাণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিহারটি পুন: নির্মাণে দানীয় চেতনায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান কর্তৃপক্ষের।