বুধবার ● ৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » শ্রীপুর পৌরসভার নাগরিক অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ কর্মশালা
শ্রীপুর পৌরসভার নাগরিক অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ কর্মশালা
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর পৌরসভার উন্নয়নের লক্ষ্যে নাগরিক অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ৷
৩নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী এ কর্মশালা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ৷
শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে ও পৌর সচিব মনিরুজ্জামান সিকদারের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ঢাকা’র নির্বাহী প্রকৌশলী আসাদুল হক৷
বক্তব্য দেন রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিটি প্রকল্পের উপপরিচালক ওয়ালিদ মাহমুদ, সাইদ আহমেদ বাসেদ, সহকারী পরিচালক শাহীন আক্তার, নূর জাহান লিপি ও রাজিয়া সুলতানা৷ কর্মশালার উদ্বোধন করেন শ্রীপুর পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল ৷
কর্মশালায় উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, পৌরসভার কাউন্সিলর, প্রকৌশলী, কর্মকর্তা এবং তৃণমূল নাগরিক কমিটির সদস্যবৃন্দ ৷
কর্মশালায় কর আদায়, যোগাযোগ ব্যবস্থা, ড্রেন ও সকল উন্নয়নকাজের অনলাইনভিত্তিক তথ্য বাতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়৷ এ ক্ষেত্রে পৌর নাগরিকদের নিয়মিত পৌর কর প্রদান, নিজ হাতে বজ্যয যথাস্থানে ফেলা, সড়ক ও ড্রেন পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা হয় ৷
এ সময় পৌরসভা থেকে নাগরিক অধিকার প্রাপ্তিতে নানা সুযোগ ও সুবিধার কথা বিশ্লেষণ করা হয় ৷ অাপলোড : ৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৪৩ মিঃ