শুক্রবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » সঠিক নেতৃত্ব থাকলে দেশ উন্নত হবে : প্রতিমন্ত্রী চুমকি
সঠিক নেতৃত্ব থাকলে দেশ উন্নত হবে : প্রতিমন্ত্রী চুমকি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৫মি.) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, উন্নয়নের ধারা এমন একটি বিষয় যেখানে সঠিক মানুষের হাতে নেতৃত্ব থাকলে দেশ উন্নত হবেই। যেমন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও সঠিক দিক নির্দেশনায় বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে চলতে হলে সবার আগে তার আদর্শের সংগঠন আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। দলীয় কার্যালয়গুলোর দিকেও নজর দিতে হবে। আর সেই লক্ষেই উপজেলা আওয়ামী লীগের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হলো।
এ সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুঃ মুশফিকুর রহমান, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।