শনিবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » শাবিতে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টী মামলা
শাবিতে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টী মামলা
সিলেট প্রতিনিধি :: (২২ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৫মি.) ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় একপক্ষ মামলা দায়েরের দু’দিন পর অন্যপক্ষ মামলা দায়ের করেছে।
শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ’র অনুসারি ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির খান বাদী হয়ে জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেছে বলে জানা যায়।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন বলেন, ‘শুক্রবার বিকেলে শাবিপ্রবি’র শিক্ষার্থী মোহাম্মদ জাকির খান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।’ মামলায় ১৪ জনের নাম উল্লেখপূর্বক আরো ১০-১৫ জনকে অজ্ঞাত নামা রাখা হয়।
শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে মামলায় প্রধান আসামি করা হয়। মামলার অন্য আসামীরা হলেন পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হোসাইন, সমাজবিজ্ঞান বিভাগের আশরাফ আদনান, আইপিই বিভাগের সাব্বির মাহমুদ, একই বিভাগের সাব্বির আহমেদ রাজু, আমিনুল ইসলাম, শাহরিয়ার ইসলাম, নৃ-বিজ্ঞানের নুরুল আমিন, লোকপ্রশাসনের শফিকুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের আদনান নাহিদ, একই বিভাগের এমদাদ রহমান, নাঈম ইসলাম, মাসুদ রানা। এই মামলার আসামীদের মধ্যে অনেকেই শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়ের অনুসারি বলে জানা যায়।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি শাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সহ-সভাপতি অঞ্জন রায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বুধবার সহ-সভাপতি অঞ্জন রায়ের অনুসারী শাহরিয়ার ইসলাম বাদী হয়ে জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেছিলেন। যাতে সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ’র অনুসারীদের আসামি করা হয়।