শনিবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » শতভাগ শিক্ষার হার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মুনিম চৌধুরী এমপি
শতভাগ শিক্ষার হার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মুনিম চৌধুরী এমপি
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: (২২ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৫মি.) নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেন,দেশকে সুখী ও সমৃদ্ধশালী এবং শতভাগ শিক্ষার হার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর,তাই শিক্ষা ও শিক্ষকদের কথা মাথায় রেখে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন,নবীগঞ্জের যে সকল প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুত নেই সেগুলোকে খুব দ্রুত বিদ্যুতের আওতায় আনা হবে। এছাড়া যে সকল বিদ্যালয়ের অবস্থান বিদ্যুত ব্যবস্থা থেকে দুরে সেগুলোতে অচিরেই সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে। তিনি “শিক্ষার আলো জ্বালবো,ডিজিটাল বাংলাদেশ গড়াবো” এই শ্লোগানের মধ্য দিয়ে ৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা মিলানায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি জিতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়ার যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি চিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল,সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী,সাধারন সম্পাদক মোঃ গোলাম রব্বানী,সাবেক সভাপতি দিপ্তেন্দু নারায়ন রায়,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। মুল প্রবন্ধ পাঠ করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন প্রধান শিক্ষক আব্দুল আউয়াল,গীতা পাঠ করেন প্রধান শিক্ষক ঝর্না রানী তালুকদার। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন,বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কোমলমতি শিশুদের মধ্যে সঠিক ইতিহাস তুলে ধরে দেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত কর্নধার। তাই তাদেরকে মেধায় মননে যোগ্য করে তুলতে হেব।