সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সন্ত্রাসী আলী দুই দিনের রিমান্ডে
সন্ত্রাসী আলী দুই দিনের রিমান্ডে
সিলেট প্রতিনিধি :: সিলেট জেলা ছাত্রলীগের বহিস্কিৃত সহ সভাপতি ও নগরীর ‘দূর্ধর্ষ সন্ত্রাসী’ আলী হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। ৫ ফেব্রুয়ারি রবিবার দুপুরে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২১ জানুয়ারি বিকেলে নগরীর সোবহানীঘাটে একটি বাসা দখল করতে গেলে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২টি ও শাহপরাণ (র.) থানায় ১টি মামলা রয়েছে।
কোতোয়ালী থানায় দায়েরকৃত চাঁদাবাজি মামলায় তাকে হাজির করে ৫দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। উল্লেখ্য, আলী হোসেনের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ট সিলেটবাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী, অস্ত্রবাজী, দখলবাজীসহ নানা অভিযোগের তালিকা বেশ দীর্ঘ।
তার সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে বিভিন্ন সময় নগরীর বাগবাড়ি, কাজলশাহ, মদিনা মার্কেট ও উপশহরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মানবন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন। ২২ জানুয়ারি তাকে সংগঠন থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।