বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাজীপুরে স্কুলছাত্রী হত্যার ঘটনায় মানববন্ধন
গাজীপুরে স্কুলছাত্রী হত্যার ঘটনায় মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি::গাজীপুরের শ্রীপুরে চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী নাজনীন আক্তারকে (৭) গলা কেটে হত্যা করার ঘটনায় হত্যাকারী ঘাতকদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ ওই স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এলাকাবাসীর অংশগ্রহণে ৪ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এক ঘন্টা মাওনা-শৈলাট গাজীপুর সড়কের মোড়ল মার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহরাব রুস্তম, চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাসির উদ্দিন সুলতান, সিংদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চকপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলী, কপাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ্ আলমগীরসহ অনেকে ৷
নিহত নাজনীন আক্তার (৭) শ্রীপুর উপজেলার চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং কিশোরগঞ্জ জেলার ভৈবরের মাইজচর এলাকার আক্কাছ আলীর মেয়ে ৷ প্রায় সাড়ে তিন বছর আগে আক্কাছ আলী তার প্রথম স্ত্রী আসমা বেগমকে (নাজনীনের মা) রেখে দ্বিতীয় বিয়ে করেন৷ এরপর গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় বসবাস করতে থাকেন৷ পরবর্তীতে নাজনীনের মা আসমা বেগমও দ্বিতীয় বিয়ে করে মেয়ে নাজনীনকে তার নানার কাছে রেখে স্থানীয় সলিং মোড় এলাকায় দ্বিতীয় স্বামীর সঙ্গে বসবাস করছিলেন৷
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ঘটনার চার দিন পর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাজনীনের মামা রিপনকে ঢাকার রামপুরা থেকে গ্রেফতার করে পুলিশ৷ পরে স্বীকারোক্তির ভিত্তিতে একই এলাকা থেকে তার সহযোগী বগুড়া সদর উপজেলার বাসিন্দা রবিউল নামের অপর একজনকে গ্রেফতার করা হয়৷
গ্রেফতারদের হেফাজতে রেখে হত্যায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে ৷ তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠনো হয়েছে ৷
উল্লেখ্য, ২৯ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া (মোড়ল মার্কেট) এলাকায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে স্কুলছাত্রী নাজনীন আক্তারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা ৷ আপলোড: ৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ২.১০মিঃ