মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় ওপেন জেল নির্মাণে জমি অধিগ্রহণ শুরু
উখিয়ায় ওপেন জেল নির্মাণে জমি অধিগ্রহণ শুরু
পলাশ বড়ুয়া :: (২৫ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১২মি.) উখিয়ায় উম্মুক্ত কারাগার ও পুনঃবাসন কেন্দ্র নির্মণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ পুরোদমে শুরু হয়েছে। এমনকি জমি হস্তান্তর প্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ার পথে রয়েছে।
৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল গ্রামে জায়গায় পরিমাপ নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত একটি সাইনবোর্ড উত্তোলন করা হয়। এ সময় কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার বজলুর রশিদ, সহকারী কমিশনার ভুমি, উখিয়া হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম সহ সরকারী প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। উন্নত বিশে^র আদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এ প্রকল্পের আওতায় এই প্রথম অত্যাধুনিক মানের সু-বিশাল উম্মুক্ত কারাগার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কক্সবাজার কারাগারের জেল সুপার বজলুর রশিদ জানান, হলদিয়ার উত্তর বড়বিল গ্রামে পরিত্যক্ত ৩শত ২৫.৫০ একর সরকারী খাস জমিতে ওপেন কারাগার ও পুনঃবাসন কেন্দ্র নির্মাণে প্রকল্প গ্রহণ করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এটি হবে বাংলাদেশের সর্ব বৃহৎ কারাগার। এলক্ষ্যে স্থান নির্ধারণ, সম্ভাব্যতা যাচাই-বাছাই, প্রাক্কলন ব্যয় ও ভূমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, ওপেন কারাগার নির্মাণে প্রথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৪শ কোটি টাকা।
হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম জানান, স্বাধীনতার দীর্ঘ সময় পরও উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি এলাকাটিতে। নেই যোগাযোগ ব্যবস্থা, নেই বিদ্যুৎ, এমনকি জীবন-জীবিকার কর্মসংস্থান। উম্মুক্ত কারাগার নির্মাণ হলে অবহেলিত এলাকাটি আলোকিত হয়ে উঠবে।