বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে একজনের ৬ মাসের কারাদন্ড
আলীকদমে একজনের ৬ মাসের কারাদন্ড
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৬ ফেব্রুয়ারি ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি.) বান্দরবানের আলীকদমে ভ্রাম্যমান আদালতে একজনকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট কর্তৃক সাজাপ্রাপ্ত এই আসামী ১নং আলীকদম ইউনিয়নের পূর্ব পালং পাড়ার মোঃ আলী হোসেন এর ছেলে মোঃ ইলিয়াছ (২৪)। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে/১৯৯০ এর ১৯ (১) দ্বারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে বান্দরবান জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পান বাজার এলাকা থেকে ছয় পিচ ইয়াবা (এ্যাম ভিটামিন)সহ তাকে আটক করে আলীকদম থানার এস আই রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি পুলিশ দল। ইলিয়াছের বিরুদ্ধে এলাকায় মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। সাজা হওয়াতে স্বস্তি প্রকাশ করেছে এলাকার সাধারণ জনগণ।