বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চলতি মৌসুমে ঈশ্বরদীতে শিম উত্পাদনে ধ্বস
চলতি মৌসুমে ঈশ্বরদীতে শিম উত্পাদনে ধ্বস
তামিমুল ইসলাম তামিম, ঈশ্বরদী :: চলতি মৌসুমে ঈশ্বরদীতে শিমসহ বিভিন্ন প্রকার সবজি উত্পাদনে ধ্বস নেমেছে ৷ বিরুপ আবহাওয়া ও অতি বৃষ্টির কারণে আগাম জাত চাষ করতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে ৷ গত মৌসুমে শিমের আবাদ হয়েছিল প্রায় সোয়া দু’শ কোটি টাকার৷ গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে ঈশ্বরদীতে শুধু শিমেই প্রায় দেড়শ কোটি টাকার উত্পাদন কম হওয়ার আশংকা করছে ঈশ্বরদী কৃষি সম্প্রসারন অধিদপ্তর ৷
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত মৌসুমে ঈশ্বরদীতে শিমসহ সবজির আবাদের লক্ষমাত্র ছিল ৫ হাজার ৭’শ ৫০ হেক্টর জমিতে৷ আবাদ করা হয়েছিল ৫ হাজার ১’শ ৪২ হেক্টর জমিতে ৷ চলতি মৌসুমে শিমসহ বিভিন্ন প্রকার সবজি আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৩’শ ২৫ হেক্টর জমিতে ৷ এ সংবাদ লেখা পর্যনত্ম ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রবি ফসল উত্পাদন কর্ম পরিকল্পনায় আবাদ হয়েছে ৪ হাজার ৩’শ ৪০ হেক্টর জমিতে৷ আবাদ অনুযায়ি শুধু হেক্টর প্রতি শিমের সম্ভাব্য উত্পাদন ধরা হয়েছে ১২ মে.টন হিসেবে মোট আবাদ হবে প্রায় ১৪ হাজার ৮’শ ৮০ মে.টন৷ যার বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা৷ গত মৌসুমে রুপবান, অটো ও চকলেট জাতের আগাম চাষ করা সম্ভব এবং ফলনও বাম্পার হওযায় কৃষকরা লাভবান হয়েছিলেন৷ কিন্তু প্রকৃতির বিরুপ প্রতিক্রিযায় অতিবৃষ্টি এবং রুপবান, অটো ও চকলেট আগাম জাতের চাষ করতে না পারায় চলতি মৌসুমে শিমসহ সবজি উত্পাদনে ধ্বস নেমেছে৷
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা ড. মু. হাসানুল কবির কামালী জানান, চলতি মৌসুমে শিমসহ বিভিন্ন প্রকার সবজি চাষে ধ্বস নামার মূল কারণই হলো বিরুপ আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে আগাম জাতের শিম আবাদ করতে না পারা ৷ আপলোড : ৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সকাল : ১১.১০ মিঃ