শুক্রবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » উখিয়ায় পরীক্ষা কেন্দ্রে নকলের মহোৎসব: ৭ পরীক্ষার্থী বহিস্কার, ২ শিক্ষক প্রত্যাহার
উখিয়ায় পরীক্ষা কেন্দ্রে নকলের মহোৎসব: ৭ পরীক্ষার্থী বহিস্কার, ২ শিক্ষক প্রত্যাহার
উখিয়া প্রতিনিধি :: (২৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৬মি.) উখিয়ায় এসএসসি সমমানের পরীক্ষা কেন্দ্রে অসাধুপায়ের দায়ে ৭ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানাগেছে।
৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চলমান এসএসসি পরীক্ষার ইংরেজী ২য় পত্রের পরীক্ষা চলাকালিন সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ড ডেপুটি কন্ট্রোলারের নেতৃত্বে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন কালে নকল করার অভিযোগে ৬ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। এছাড়া উখিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন পরীক্ষার্থীকে একই অভিযোগে বহিস্কার করেন পরিদর্শক টিম।
এ সময় কর্তব্যে অবহেলার দায়ে পালংখালী উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষক জসিম উদ্দিন ও মোজাম্মেল হককে প্রত্যাহার। বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বহিস্কৃত পরীক্ষার্থীরা হচ্ছে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ২ জন, সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ১জন, মরিচ্যা উচ্চ বিদ্যালয়ের ১ জন আবুল কাসেম নূর জাহান উচ্চ বিদ্যালয়ের ২ জন।
উখিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে কতুপালং হাই-স্কুলের ১ জন সহ মোট ৭ জন পরীক্ষার্থী বহিস্কার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব আবুল হোসেন সিরাজী ও রোকেয়া খানম। ইতিপূর্বে উখিয়ার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা চলাকালিন সময়ে উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মাঈন উদ্দিন কেন্দ্র পরিদর্শন করতে ১টি কক্ষে নকলে সহযোগীতা করার সময় বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মৌলানা রফিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। স্থানীয় এলাকাবাসীর মতে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নকলের মহোৎসব চলে। যার ধরণ প্রতিবারেই বহিস্কার ঘটনা ঘটছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম মিয়া ঘটনার বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন পরীক্ষার্থী ও শিক্ষক বহিস্কারের সত্যতা স্বীকার করেছেন।