শুক্রবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৮মি.) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরে ১০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে।
গাড়ি বিকল, ছুটির দিনে ঘরমুখো মানুষ ও পিকনিকের গাড়ির চাপে কালিয়াকৈরের চন্দ্রা ও এর আশপাশে মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে এ যানজট অব্যাহত ছিল। ধীরে ধীরে যানবাহন চলাচল করছে। এতে ভোগন্তিতে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রীরা। হাইওয়ে ও থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কোনাবাড়ী-সালনা হাইওয়ে থানার ওসি মোঃ হোসেন সরকার জানান, টাঙ্গাইলের রেলব্রিজের কাছে একটি গাড়ি বিকল হয়ে যায়। এরপর থেকে ওই মহাসড়কের যানজট শুরু হয়। এদিকে দুইদিনের ছুটিতে ঘরমুখো গাড়ি চাপ। বিকল গাড়িটি সরিয়ে নিলে ধীরে ধীরে যানবাহ শুরু করে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যুক্ত হয় পিকনিকের গাড়ির চাপ। ফলে মহাসড়কে যানবাহনের চাপ আরো বেড়ে যায়।
তিনি জানান, পিকনিকের পাঁচ শতাধিক গাড়ি আজ এ মহাসড়কে রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্ধ্যায় ফোনে যোগাযোগ করা হলে ওসি হোসেন সরকার জানান, যান চলাচল স্বাভাবিক।