শুক্রবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » অর্ধকোটি টাকার হেরোইনসহ মহিলা ট্রেনযাত্রী আটক
অর্ধকোটি টাকার হেরোইনসহ মহিলা ট্রেনযাত্রী আটক
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় রাত ৮.০৯মি.) রেলওয়ে পাকশী বিভাগের রাজশাহী,ঈশ্বরদী –ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের মহিলা যাত্রী সুফিয়া বেগম ফুদনকে (৫০) অর্ধকোটি টাকার প্রায় ৫’শ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।১০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে রেলওয়ে পাকশী বিভাগের কমলাপুর স্টেশনে নিরাপত্তাবাহিনীর কমান্ডেন্ট জহিরুল ইসলামের নেতৃত্বে সিপাহী কাইয়ূম তাকে আটক করেন।
নিরাপত্তাবাহিনীর ঢাকা কমান্ডেন্ট অফিসের দায়িত্বশীল সুত্রে জানাযায়,চাঁপাই নবাবগঞ্জ জেলার আমনুরা গ্রামের মৃত মোয়াজ্জেম আলীর স্ত্রী সুফিয়া বেগম ফুদন দীর্ঘদিন থেকে হেরোইন ব্যবসার গড ফাদারদের হেরোইনের বড় বড় চালান নিয়ে ঢাকা পৌঁছে দিত। বিনিময়ে চালান প্রতি সে ৫ হাজার করে টাকা পেত। একইভাবে সে প্রায় অর্ধ কোটি টাকার ৫’শ গ্রাম হেরোইন নিয়ে বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে চরে ঈশ্বরদী হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বিষয়টি নিরাপত্তাবাহিনীর ঢাকাস্থ কমান্ডেন্ট অফিসের দায়িত্বশীল সূত্র জানতে পেরে কমান্ডেন্ট জহিরুল ইসলামের নেতৃত্বে সিপাহী কাইয়ূম ওঁত পেতে থাকেন। ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছার পর রেলওয়ে মহিলা পুলিশের মাধ্যমে সুফিয়া বেগম ফুদনের দেহ তল্লাশি করে হেরোইনসহ তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ফুদন জানায়, টাকা আয়ের জন্য সে দীর্ঘদিন থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসার গড ফাদারদের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য চাঁপাই নবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চল থেকে বিভিন্ন ট্রেন ও বাসে করে ঢাকায় পৌঁছে দেওয়ার কাজ করে আসছিল।