শুক্রবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » জাতীয় » বনপা কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন
বনপা কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন
প্রেস বিজ্ঞপ্তি :: (২৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩০মি.) বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশনের (বনপা) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বনপা’র দ্বি -বাষিক নির্বাচন ২০১৭ আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে ভোটের মাধ্যমে গঠিত হবে সংগঠনের ৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ । প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করে তারিখ , সময় ও ভেন্যু নির্ধারণ করবেন।
গত ৯ ফেব্রুয়ারী-২০১৭ বনপা’র নীতি নির্ধারণী কমিটির সদস্যদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহন করেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন।
বনপা’র নীতি নির্ধারণী কমিটির সদস্যদের সম্মতিক্রমে বনপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী কে আহ্বায়ক এবং সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও ইঞ্জিনিয়ার রোকমুনুর জামান রনি কে সদস্য করে একটি তিন সদস্য বিশিষ্ট সদস্য সংগ্রহ ও কমিশন সার্চ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি ২৫ ফেব্রুয়ারী ২০১৭ মধ্যে আজীবন সদস্য ছাড়া ফ্রী’তে বনপার সাধারণ ও সহযোগী সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং আগামী ১৫ ফেব্রুয়ারীর মধ্যে বিশিষ্ট আইনজীবী ও গুরুত্বপূর্ণ সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত এমন ১০ জনের নাম প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের জন্য বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনের কাছে জমা দিবেন।
সভাপতি নীতি নির্ধারণী কমিটির সদস্যদের সম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করবেন।
বনপা’র নীতি নির্ধারণী কমিটির সদস্যদের সম্মতিক্রমে নীতি নির্ধারনী কমিটির অন্যতম সদস্য ও সিনিয়র যুগ্ম-সাঃসম্পাদক ইঞ্জিনিয়ার রোকমুনুর জামান রনি কে নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয় ।
তিনি নির্বাচন সমন্বয়কারী হিসেবে সর্বদা নির্বাচন কমিশন কে সহযোগিতা করবেন এবং কমিশনের সঙ্গে নির্বাচন সুন্দর ভাবে শেষ করতে প্রয়োজনীয় বাবস্থা গ্রহন করবেন। উল্লেখ্য বর্তমান কমিটির নির্বাচনেও সমন্বয়কারীর দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছিলেন তিনি।
অন্যান্য সিদ্ধান্ত :
১. বনপা’র সদস্য নবায়নের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী ২০১৭। (অনলাইনে www.bonpa.org/forms এ গিয়ে আপনার ছবি সহ ফরম পুরন করে করবেন)। প্রকাশ থাকে যে একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে প্রকাশক / সম্পাদক এক জন মাত্র বনপা’র সদস্য হতে পারবে।
আগামী ২৫ ফেব্রুয়ারী ২০১৭ মধ্যে সাধারণ ও সহযোগী সদস্য নবায়নের জন্য কোন ফী প্রদান করা লাগবে না। তবে আজীবন সদস্য হতে ৫০০০ টাকা প্রদান করতে হবে।
২. প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা আগামী ২০ ফেব্রুয়ারী ২০১৭।
৩. প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক নির্বাচনের তারিখ ও সময় সহ নির্বাচনী তফসিল ঘোষণা আগামী ২৮ ফেব্রুয়ারী ২০১৭।
যে সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে :
সভাপতি -১, সহ-সভাপতি- ৯, সাধারণ সম্পাদক -১, সিনিয়র যুগ্ম- সাঃসম্পাদক-১, যুগ্ম-সম্পাদক-২, সাংগঠনিক সম্পাদক-৯, ট্রেজারার-১,মহিলা বিষয়ক সম্পাদক-১, তথ্য ও গবেষণা সম্পাদক-১, প্রচার সম্পাদক-১, সমাজ কল্যাণ সম্পাদক-১, দপ্তর সম্পাদক-১, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক-১ ও ২১ সদস্য । মোট ৫১।
মনোনয়ন পত্রের মূল্য প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক নির্ধারণ হবে । এ বিষয় পরে জানানো হবে। শুধুমাত্র সদস্যরাই নির্বাচনে ভোট দিতে ও নির্বাচনে অংশ করতে পারবেন।
এ সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য নীতি নির্ধারনী কমিটির অন্যতম সদস্য ও নির্বাচন সমন্বয়কারী ইঞ্জি: রোকমুনুরজামান রনির ০১৭২২১৫৮১৩০ মোবাইল নং-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো ।
পরিশেষে সংগঠনকে আজকের পর্যায়ে নিয়ে আসার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন। বনপা’র নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।www.bonpa.org