শুক্রবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সরকারী রাস্তা কেটে দখলে নিল এক লন্ডন প্রবাসী
সরকারী রাস্তা কেটে দখলে নিল এক লন্ডন প্রবাসী
নবীগঁঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি :: (২৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪০মি.) নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্ঘাপুর গ্রামে পুর্ব বিরোধের জের ধরে এক লন্ডন প্রবাসী কর্তৃক জন-চলাচলের সরকারী রাস্তা জোর পুর্বক কেটে ফেলে দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্ঘাপুর গ্রামে প্রভাবশালী লন্ডন প্রবাসী তোতা মিয়া গতকাল শুক্রবার সকালে তার দলবল নিয়ে ওই গ্রামের কয়েক শতাধিক লোকজনের একমাত্র চলাচলের সরকারী রাস্তায় শতাধিক লোক দিয়ে মাটি কাটা শুরু করে। এ সময় গ্রামের লোকজন তাকে বাদা দিতে গেলে তাদেরকে লাঞ্চনা করা হয়। পরে তাদের ভয়ে সব মানুষ চলে আসলে ওই লন্ডন প্রবাসী উক্ত রাস্তার সামনের জায়গা প্রায় সম্পন্ন কেটে ফেলে তার দখলে নিয়ে যায়। এই রাস্তা কেটে ফেলায় ২৫/৩০টি পরিবারের কয়েক শতাধিক লোকজন বাড়ি থেকে বেড়োনোর পথ একেবারে বন্ধ হয়ে যায়। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি এ ঘটনায় যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকায় রয়েছেন গ্রামের সাধারন মানুষ। এ ব্যাপারে ওই গ্রামের আরস মিয়া, মদরিছ মিয়া, মুকিত মিয়া, আব্দুল মুনির খেজুর, জানান, প্রায় ২০ যাবৎ ধরে সরকারী এই রাস্তা দিয়ে গ্রামের লোকজন চলাচল করে আসছে। কিন্তু কোন কিছু বুজে উটার আগেই তোতা লন্ডনী তার দলবল নিয়ে রাস্তাটি কেটে ফেলে নিজ দখলে নিয়ে যাওয়ার পায়তারা করছে।