![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিজিবি’র অভিযানে খাগড়াছড়িতে সেগুন কাঠ আটক
বিজিবি’র অভিযানে খাগড়াছড়িতে সেগুন কাঠ আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৯ মাঘ ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় সন্ধ্যা ৬.৩৫মি.) খাগড়াছড়ি সদরের কুমিল্লাটিলা আমবাগান এলাকায় ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক’র নির্দেশে নায়েক সুবেদার মো. আবু তাহেরের নেতৃত্বে একটি টহল দল ১৫০ পিছ অবৈধ সেগুন কাঠ আটক করেছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সেগুন কাঠগুলো আটক করা হয় যার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা বলে ধারনা করা হচ্ছে।
নায়েক সুবাদার মো. আবু তাহের সিএইচটি মিডিয়াকে জানান, গত কয়েক মাস যাবত কুমিল্লাটিলা আমবাগান ৭নং আনসার ক্যাম্পের পাশে সেগুন কাঠগুলো স্তুপ করে রাখা হয়েছিল। কাঠগুলো জব্দ করা হয়েছে। এসময় গাছের মালিককে উপস্থিত পাওয়া যায়নি।
এব্যাপারে খাগড়াছড়ি বনবিভাগের ডিএফও মো. মোমিনুর রশিদের সঙ্গে দুপুর ১টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।