শনিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল উদ্বোধন
গাবতলীতে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল উদ্বোধন
বগুড়া প্রতিনিধি :: (২৯ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৮মি.) ১১ ফেব্রুয়ারি শনিবার বগুড়া গাবতলীর কাগইলের পীরপাড়া বেলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের সভাপতি এম মশিউর রহমান পুটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্রগ্রাম বিভাগীয় রাজস্ব কর্মকর্তা আব্দুল মান্নান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এডিপিইও) বিশ্বজিৎ কুমার সাহা, সোনালী সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ সাজ্জাদ জাহিদ, কাগইল ইউপির চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গাবতলী শাখার সভাপতি খাদেমুল হক, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম সুলতান মাহমুদ রিংকু। প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন শিক্ষা অধিকারের আহবায়ক চাঁন মিয়া ও ইউপি সদস্য সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোতারফ হোসেন টুটুল, প্রধান শিক্ষক আমিনুর রহমান, তরিকুল ইসলাম, আল্লা নেওয়াজ, মনোয়ারা বেগম, কহিনুর আকতার, শফিকুল ইসলাম, শিক্ষক পিয়া পাল, আনহা খাতুন প্রমূখ। শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল বিতরণ করেন। এরপূর্বে শিশুতোষ শিক্ষাবান্ধব প্রাক-প্রাথমিক শ্রেণীকক্ষ সজ্জিতকরণ ‘ক্লাসরুমে প্রকৃতিক স্বর্গে শিশুর মেধা বিকাশ’ পরিদর্শন করেন।