শনিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » জুন মাসে রাজশাহী-ঈশ্বরদী-পাবনায় ট্রেন চালু হচ্ছে
জুন মাসে রাজশাহী-ঈশ্বরদী-পাবনায় ট্রেন চালু হচ্ছে
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৯ মাঘ ১৪২৩ বাঙলা: বাংরাদেম সময় সন্ধ্যা ৭.৩৮মি.) ঈশ্বরদী অঞ্চলের বিভিন্ন প্রকার ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী ও চাষিদের উৎপাদিত সবজি নিয়ে সমস্যায় পড়ার দিন শেষ হতে চলেছে। চলতি বছরের জুন মাসে রাজশাহী -ঈশ্বরদী ,পাবনা ঢালার চর রেল লাইনের পাবনা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রকার ট্রেন চালানো হবে। তখন বিভিন্ন প্রকার ব্যবসায়ীদের পাশাপাশি সবজি ব্যবসায়ী ও উৎপাদন কারীদের বেশী সুবিধা হবে। তারা সহজেই এ অঞ্চল থেকে রাজশাহী ,পাবনা ঢালার চরের মধ্যে চলাচল করতে পারবে। সবজিসহ নানা প্রকার মালামাল খুব সহজেই ঈশ্বরদী থেকে নানাস্থানে বহন করতে পারবে। এতে করে সবজি চাষিসহ ব্যবসায়ীদের মালামাল কেনাবেচা বেশী হবে। ফলে তাদের অর্থনৈতিক লেনদেনও বৃদ্ধি পাবে। প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছলতা বৃদ্ধি পাবে।শনিবার সকালে দ্রুত গতিতে এগিয়ে চলা নির্মানাধীন ঈশ্বরদী পাবনা ঢালার চর রেল লাইন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শণে আসা রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও উৎসুক চাষিরা দাশুড়িয়া স্টেশন এলাকায় অবস্থান কালে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও নির্মানাধীন ঈশ্বরদী পাবনা ঢালার চর রেল লাইন প্রকল্পের পিডি মোহাম্মদ সুবক্তগীন এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের সিগন্যালিং ও টেলিকমিউনিকেশন বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল্লাহ আল বাকী উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রকল্পের আইডব্লিউ হাবিবুর রহমান ও নিকাদারী প্রতষ্ঠান ম্যাক্সের প্রকৌশলী শিহাব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শণ দলে অংশ নেন। প্রকল্পের পিডি মোহাম্মদ সুবক্তগীন এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের সিগন্যালিং ও টেলিকমিউনিকেশন বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল্লাহ আল বাকী ট্র্যাক ও সিগনেলিং পয়েন্ট পয়েন্টগুলি পরীক্ষা করে দেখেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা বলেন,২০১৩ সালের জানুয়ারি মাসে মাজগ্রাম থেকে ঈশ্বরদী পাবনা ঢালার চর রেল লাইনের নির্মাণ কাজ শুরু করা হয়। আগামি জুন মাসে পাবনা পর্যন্ত কাজ শেষ হবার সাথে সাথে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রকার ট্রেন চালানো হবে। ট্রেন চালু হলে যাত্রীদের সহজ চলাচলে সুযোগ সৃষ্টি হবে। মালামাল পরিবহণ সহজ হবে। এতদঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রভাব বিস্তার হবে। বিশেষ করে দেশের সবজি চাষে বিখ্যাত ঈশ্বরদী অঞ্চলের সবজি ব্যবসায়ী ও চাষিরা বেশী লাভবান হবে। সবজি বিক্রি নিয়ে চাষিদের বিরম্বনায় পড়তে হবেনা। এতে করে চাসিরা উৎসাহিত হয়ে বেশী করে সবজি চাষ করবে। অর্থনৈতিক লেনদেনও চাঙ্গা হবে। প্রতিটি কৃষকের ঘরে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে। উপস্থিত চাষিরাও তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে দ্রুত ট্রেন চালানোর তাগিদ দেন।