রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » ঢাকা » বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা আবশ্যক : গনি মিয়া বাবুল
বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা আবশ্যক : গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (৩০ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৭মি.) জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রগতির জন্যে বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা আবশ্যক। সাংবাদিকগণ মানবতার কল্যাণে কাজ করছে। গণতন্ত্র ও সু-শাসন প্রতিষ্ঠা করতে বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য।
জাতীয় সাংবাদিক সংস্থার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের এই প্রতিনিধির সাথে ১২ ফেব্রুয়ারি রবিবার সকালে সংস্থার কার্যালয়ে একান্ত সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন জাতীয় সাংবাদিক সংস্থা ৩৫ বছর যাবত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নসহ দেশের শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। তিনি আরো বলেন বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব। সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, তথ্য কমিশন গঠন, জাতীয় প্রেস ক্লাবকে ৩১ তলা ভবনে উন্নীতকরণসহ সরকার সাংবাদিকদের কল্যাণে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন জনগণের প্রত্যাশা অনুযায়ী বর্তমান সরকারের উন্নয়নে গণমাধ্যম সহায়ক ভূমিকা পালন করছে।