রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ঈশ্বরদী অঞ্চলে ৫০১ জন
ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ঈশ্বরদী অঞ্চলে ৫০১ জন
ঈশ্বরদী প্রতিনিধি :: (৩০ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.) ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ৫০১ জন মুক্তিযোদ্ধার নাম উল্লেখ পূর্বক একটি রঙিন পোস্টার এবং ব্যানার পাকশী আমতলা ,উপজেলা গেট,পোস্ট অফিস মোড় , গালর্স স্কুল মোড়সহ শহরের এবং উপজেলার বিভিন্ন এলাকার দেয়ালে লাগানো হয়েছে। প্রায় সাত দিন থেকে এসব ব্যানার ও পোস্টার লাগানোর দায়িত্ব পালন করছেন ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধারা ।
এদিকে এসব পোস্টার ও ব্যানার লাগানোর পর অনেক মুক্তিযোদ্ধাসহ এলাকার উৎসুক মানুষ ভীড় করে খুব মনোযোগ সহকারে পোস্টারে উল্লেখিত ভারতে প্রশিক্ষণ মুক্তিযোদ্ধাদের নাম পড়ছেন। তারা পোস্টারের নাম পড়ে জানার চেষ্টা করছেন পূর্ব পরিচিত প্রকৃত মুক্তিযোদ্ধাদের এবং ভোয়া মুক্তিযোদ্ধাদের নাম ঐ তালিকায় আছে কিনা। বিভিন্ন জনের নাম নিয়ে গুণজনও চলছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যক্তি বলেন,স্বাধীনতার ৪৬ বছর চলছে । অনেক মুক্তিযোদ্ধা মৃত্যু বরণ করেছেন। । অনেককে যুদ্ধ করতেও দেখেছি। অনেককেই আমরা চিনি। অথচ শোনাযায় ঈশ্বরদীতে মোট মুকিযোদ্ধার সংখ্যা প্রায় ৭৫০ জন। তারা প্রধান মন্ত্রীর কাছে প্রশ্ন করে বলেন,৪৬ বছরে মুক্তিযোদ্ধাদের সংখ্যা কমার পরিবর্তে বৃদ্ধি পাচ্ছে কি করে ? ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও জাসদ নেতা আব্দুল খালেক পোস্টারে উল্লেখিত ৫০১ মুক্তিযোদ্ধা সম্পর্কে বলেন, ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধারা তাদের নামের তালিকা প্রকাশ করেছেন। সাংবাদিক ও কণ্ঠ শিল্পীসহ ৮ ক্যাটাগরির মুক্তিযোদ্ধা রয়েছেন।
প্রকাশিত তালিকার বাইরেও অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন । যারা ট্রেনিং দিয়েছেন এবং নানা কায়দায় মুক্তিযোদ্ধাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন ,তারাও মুক্তিযোদ্ধা। আসলে কেউ কারও ভাল চাইনা উল্লেখ করে তিনি আরও বলেন,ঈশ্বরদীতে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৭৫৩ জন। এবার নতুন করে আরও ৭’শ জন ভাতা প্রাপ্তির জন্য আবেদন করেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে।