রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সাফারি পার্কে ঢাবি শিক্ষার্থীদের উপর হামলা : ইজারাদারসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
সাফারি পার্কে ঢাবি শিক্ষার্থীদের উপর হামলা : ইজারাদারসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৯মি.) গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশের সময় ১১ ফেব্রুয়ারি শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর, ব্যাগ-টাকা ছিনতাইয়ের অভিযোগে শ্রীপুর থানায় মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার এসআই মোঃ আজহারুল ইসলাম জানান, শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক ডঃ সৈয়দ আব্দুল হামিদ বাদি হয়ে ওই মামলা দায়ের করেছেন। মামলায় পার্কের ইজারাদার শ্রীপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সফিকুর রহমান ও শ্রীপুর থানা কৃষকলীগের সভাপতি মোঃ কবির হোসেনসহ চার জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় সঙ্গে জড়িত থাকায় ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- আব্দুল লতিফ (৩৫), খবির হোসেন (৩৬), মোস্তফা (৩২), সাইফুল (৩৮) ও হেলেনা (৪৮)।
মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের প্রধান ডঃ সৈয়দ আব্দুল হামিদ জানান, বন অধিদপ্তর থেকে ১৮৫ জন শিক্ষার্থীর জন্য বিশেষ ছাড় প্যাকেজ নিয়ে শিক্ষার্থীরা পার্কে প্রবেশ করছিল। এ সময় পার্কের গেটে দায়িত্ব পালনরত ইজারাদারের লোকজন শিক্ষার্থীদের কাছে পরিচয়পত্র দেখতে চায়। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ বাদে অন্য বর্ষের শিক্ষার্থীরা আইডি কার্ড দেখালে তাদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের শিক্ষার্থীদের এখনও কোন আইডিকার্ড ইস্যু না হওয়ায় শিক্ষার্থীরা তাদের ভর্তির রশিদ ও লাইব্রেরী কার্ড দেখালেও তাদের ভেতরে প্রবেশে বাঁধা দেয়া হয়। এ নিয়ে ইজারাদারের লোকজন ও শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকটি হয়। এক পর্যায়ে শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও গেইটের ইজারাদার সফিকুর রহমান ও শ্রীপুর থানা কৃষকলীগের সভাপতি মো. কবির হোসেনের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। হামলায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে ঘটনাস্থল থেকে ওই ৫ জনকে আটক করে পুলিশ।